সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা ঘোড়া

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় একটি পাগলা ঘোড়ার কামড় ও লাথিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় ঘোড়াটি হঠাৎ করে এমন তাণ্ডব শুরু করে। গত দুই দিন ধরেই এটি বিভিন্ন স্থানে এমন অস্বাভাবিক আচরণ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, "পাগলা ঘোড়াটি কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত এলোমেলোভাবে দৌড়াচ্ছিল। যাকে পাচ্ছে তাকেই কামড়ে কিংবা লাথি মেরে আহত করছে।" তিনি জানান, গত দুই দিনে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক কাজী হাসান ফিরোজ জানান, ঘোড়াটি তাকে কামড়ে আহত করেছে এবং তিনি এখনো ব্যথা অনুভব করছেন।
জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা
স্থানীয়দের ধারণা, ঘোড়াটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, "ঘোড়ার কামড়ে আহত হয়ে কয়েকজন আজ হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও টিটেনাস দেওয়া হয়েছে। ঘোড়াটির আচরণ দেখে ধারণা করা যাচ্ছে, এটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে।"
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, "ঘোড়াটি গুনবাহা গ্রামে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি। অফিস থেকে লোক পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, যদি ঘোড়াটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ৩-৪ দিনের মধ্যে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গণতন্ত্রের জন্য জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা হাসান
জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ এবং জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে জবাবদিহিমূলক হতে হবে, তবেই জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে এবং এর স্থায়িত্ব আসবে।”
আজ রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। তিনি আরও বলেন, “যতটুকু সংস্কার জনসমর্থন, রাজনৈতিক সমর্থন ও সংশ্লিষ্ট সেক্টরের ঐক্যমতের ভিত্তিতে হবে, ততটুকুই টেকসই হবে। কাগজে পরিবর্তন আনলে স্থায়িত্ব আসবে না, দরকার মনস্তাত্ত্বিক পরিবর্তন।” তিনি উল্লেখ করেন যে, গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েই সরকার আলাদা গণমাধ্যম কমিশন গঠন করেছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো সবাই মিলে বাস্তবায়ন করতে পারলে সেটিই হবে টেকসই। তিনি বলেন, “সরকার সহায়তা করবে, তবে টিকিয়ে রাখার দায়িত্ব নিতে হবে গণমাধ্যমকেই।” একই সঙ্গে তিনি গণমাধ্যমে নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনআস্থার গুরুত্বের পাশাপাশি ‘মব জাস্টিস’-এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।
ইলিশের বাজারে আগুন: দুই বছরে চাঁদপুরে দাম বেড়েছে দ্বিগুণ
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ইলিশের পাইকারি বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র-এ ইলিশের দাম গত দুই বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে যে ইলিশের দাম ছিল প্রতি কেজি ১,৩০০ টাকা, বর্তমানে একই ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৬০০ টাকায়। ধারাবাহিকভাবে ইলিশের আমদানি ও স্থানীয় ইলিশের প্রাপ্যতা কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ইলিশের বর্তমান বাজারদর
আড়তদার মো. ইউসুফ বন্দুকসী ও মো. আকবর জানান, বর্তমানে এক কেজির ওপরের ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৬০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ২,২০০ টাকা, আর ছোট আকারের ইলিশের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকা।
খুচরা বিক্রেতা কামাল উদ্দিন বলেন, খুচরা বিক্রেতারা এখন বিপদে আছেন, কারণ বছরের শুরুতে এক কেজির ওপরের ইলিশ ২,৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ২,২০০ টাকায় নেমে এসেছে। গত কয়েক দিনে খুচরা ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে।
ইলিশের দাম বাড়ার কারণ
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সবেবরাত সরকার বলেন, ইলিশের আমদানি যখন কমে যায় তখন দাম বাড়ে। গত দুই বছর ভরা মৌসুমে আমদানি ছিল ১ থেকে ১.৫ হাজার মণ, কিন্তু বর্তমানে তা কমে ২০০ থেকে ৪০০ মণ হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে।
উৎপাদন কমে যাওয়ার কারণ
মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদার জানান, গত দুই বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশ আহরণ কম হচ্ছে। এছাড়া, সঠিক সময়ে বৃষ্টি না হওয়া এবং নদীগুলোতে পলি জমে চর জাগার কারণে নদীর গতি-প্রকৃতি পরিবর্তন হচ্ছে, যা ইলিশের উৎপাদনের ওপর প্রভাব ফেলছে।
চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ কারণেই এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী: দেশজুড়ে নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং একই দিনে তার ওফাত হয়। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়ার মাইজভান্ডারির সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ জশনে জুলুস র্যালি বের হয়।
শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিমদিক থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। এবার ঈদে মিলাদুন্নবীর ১৫০০তম বর্ষপূর্তি উপলক্ষে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল।
শোভাযাত্রার অগ্রভাগে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’ এবং ‘ইয়া রাসুল সালামু আলাইকা’ লেখা বড় বড় প্ল্যাকার্ড। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, ফেস্টুন এবং বিশাল জাতীয় পতাকা। তারা নারায়ে তাকবির ও নারায়ে রিসালতের স্লোগানে রাজধানীর রাস্তা মুখরিত করে তোলেন।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, “মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি বলেন, “স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন করা।”
রাষ্ট্রীয় ও রাজনৈতিক মহলের বাণী
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা ব্যক্ত করেছেন যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সবার মধ্যে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার বাণীতে বলেন, “মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।” তিনি বলেন, “মদিনার সনদের মাধ্যমে মহানবী (সা.) সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা আমাদের জাতীয় জীবনে বিশেষভাবে প্রাসঙ্গিক।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন। তারেক রহমান বলেন, “অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বছরজুড়ে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও চর্চা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়।”
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি।
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে মুক্তিযোদ্ধা শহিদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি হয়। বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে অগ্রসর হতে চাইলে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনায় দুইজন পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের একজন আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা দরবার শরিফে ঢুকে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে ফেলে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, “নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে তিন থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে বিক্ষোভ, মরদেহ উত্তোলন করে আগুন ধরাল জনতা
রাজবাড়ী ও রাজশাহীতে গতকাল শুক্রবার পৃথক দুটি খানকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফে সংঘর্ষ ও অগ্নিসংযোগে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে সড়কে পুড়িয়ে ফেলে উত্তেজিত জনতা।
গোয়ালন্দে সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হন। তিনি দেবগ্রাম ইউনিয়নের জুটমিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত শতাধিক মানুষের মধ্যে ২২ জন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাদের মধ্যে ১৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
এ ঘটনায় গতকাল এক বিবৃতিতে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে একে অমানবিক ও জঘন্য অপরাধ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, রাজশাহীর পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে একটি খানকায় হামলা ও ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা জানান, ‘হক বাবা গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া পাক দরবার শরিফ’-এ তিন দিনের মিলাদ মাহফিল চলছিল। সেখানে নারী শিল্পীদের অংশগ্রহণ ও গান পরিবেশনের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা দেড় শতাধিক মুসল্লিকে নিয়ে হামলা চালায় এবং খানকার ভেতরে ভাঙচুর করে।
রাজবাড়ী ও রাজশাহীর এই ঘটনাগুলোতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
মোহাম্মদপুর-আদাবরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদা না দিলেই মারধর
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। চাঁদা না দিলে হামলা, মারধর, এমনকি বাড়িঘর ছেড়ে চলে যেতেও বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। দিনমজুর আবদুল জলিল (ছদ্মনাম) এমন পরিস্থিতির শিকার হয়ে নিজের ভাড়া ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
জলিল জানান, তিনি আদাবরের বালুর মাঠ এলাকায় ঘর ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ হাজার টাকা আয় করতেন। কিন্তু মাসখানেক আগে ‘মনির’ ও ‘গুজা মনির’ নামে দুই কিশোর গ্যাং সদস্য তার কাছে প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং ১৫ দিনের মধ্যে টাকা না দিলে আবারও মারার হুমকি দেওয়া হয়। পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি ঢাকা উদ্যান হাউজিংয়ে চলে যান।
এই দুই এলাকার বাসিন্দারা জানান, কিশোর গ্যাংকে নিয়মিত চাঁদা দিতে তারা বাধ্য হচ্ছেন, নয়তো হামলার শিকার হতে হয়। দিনে-দুপুরে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, এমনকি অপহরণ করে মুক্তিপণ আদায়ও এখন সাধারণ ঘটনা। এসব গ্যাংয়ের সদস্যরা তুচ্ছ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, মাদক ব্যবসা, জমি দখল ও আধিপত্যের রেষারেষিতে প্রায়ই খুনোখুনির ঘটনাও ঘটে।
গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আসে
ভুক্তভোগীরা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের পোশাক ও চুলের স্টাইল খুবই বিচিত্র। তাদের চলাফেরা ভীতিকর। গ্যাং সদস্যরা প্রায়ই চাঁদাবাজির কারণ হিসেবে তাদের জামিন খরচ মেটানোর কথা বলে। র্যাব-২ এর কমান্ডিং অফিসার খালিদুল হক হাওলাদার বলেন, “গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।” তিনি আরও জানান, গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে তারা আরও আগ্রাসী হয়ে ওঠে।
আদালত সূত্র জানায়, এফআইআরে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এসব কিশোর গ্যাং সদস্য সহজেই জামিন পেয়ে যায়। এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, “আমরা যথাযথ প্রমাণসহ অভিযুক্তদের হাজির করি। কিন্তু কীভাবে তারা জামিন পায়, তা আমরা জানি না।” ডিএমপির তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার ইবনে মিজান বলেন, “এই গ্যাং সদস্যরা মূলত ভাসমান এবং তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, যা তাদের খুঁজে বের করা কঠিন করে তোলে।”
সর্বশেষ, গত সোমবার সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন আদাবর থানা পুলিশের কয়েকজন সদস্য। এ ঘটনায় ১০২ জনকে আটক করা হয়েছে।
সিআইডি পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার শাওন
যশোরের রাজারহাট এলাকায় সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাওন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, শাওন সরদারকে এসব মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত তুষার সরদারকে এখনও আটক করা সম্ভব হয়নি।
ওসি আবুল হাসনাত আরও জানান, শাওনকে আটকের পর তার বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রধান আসামি তুষারের পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে।
অন্যদিকে, যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডিরও একটি বিশেষ টিম মাঠে নেমেছে। তিনি জানান, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রধান আসামি তুষার সরদারসহ অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
-রাফসান
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুর
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরপরই এ হামলার ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করে।
রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার কিছু পর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কয়েকজন লোক জড়ো হয়। পরে তাদের মধ্য থেকেই একটি দল কার্যালয়ে ঢুকে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
অতীতের প্রেক্ষাপট
এর আগে, গত ৩১ আগস্ট রাজধানীর একই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিন একদল বিক্ষোভকারী মিছিল থেকে বের হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ওই হামলার ঘটনায় কার্যালয়ের ভেতরকার বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রম করার সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হস্তক্ষেপ করে এবং গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন, যা রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
একই কার্যালয়ে অল্প সময়ের ব্যবধানে একাধিকবার হামলার ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পুনরাবৃত্ত হামলা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তবে বারবার হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
-রাফসান
৭ সেপ্টেম্বর আকাশে চোখ রাখুন: দেখা মিলবে দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, এই চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশের সময় অনুযায়ী, এটি শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে।
পূর্ব গোলার্ধের একটি বিশাল অংশ থেকে এই চন্দ্রগ্রহণ পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকার মানুষ এটি দেখতে পাবেন। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিকভাবে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
পাঠকের মতামত:
- সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা ঘোড়া
- নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
- রাশিয়া-ইউক্রেন সংকটে নতুন মোড়: বাফার জোনের নিরাপত্তার দায়িত্বে কি বাংলাদেশ?
- ডাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
- পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
- অবসরের পর সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ
- গণতন্ত্রের জন্য জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা হাসান
- ইলিশের বাজারে আগুন: দুই বছরে চাঁদপুরে দাম বেড়েছে দ্বিগুণ
- ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
- রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
- ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়
- শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী
- এশিয়া কাপের আগে বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার খোঁচা, যা বললেন জাকের আলী
- ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক
- সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
- লেনদেনহীন ২২ বন্ড, সীমিত লেনদেনে এগিয়ে দু’টি
- চাপের মুখে পদত্যাগ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু
- লন্ডনের স্বর্ণবাজারে আসছে ‘ডিজিটাল স্বর্ণ’, বদলাবে লেনদেন পদ্ধতি
- ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি
- রাজনৈতিক দলের নেতাদের তেল দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা
- এক্সিম ব্যাংকের শেয়ার দরপতন: বাজারে নিম্নমুখী প্রবণতা
- ডিএসসিসির জ্বালানি খাতে ভুয়া ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান
- শেয়ারদর বৃদ্ধি নিয়ে ডিএসইকে যে ব্যাখ্যা দিল বিডিকম অনলাইন
- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সাপ্তাহিক NAV প্রকাশ
- ৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার
- আজ রাতে যখন দৃশ্যমান হবে ‘সুপার ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ
- বৈশ্বিক পরিসরে এনসিপির নতুন সাংগঠনিক উদ্যোগ
- তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জের নির্বাচনী মাঠে জিন্নাহ কবির
- ফ্যাসিবাদ রুখতে চাই ইতিবাচক রাজনীতি: সালাহউদ্দিন
- জিরো থেকে পাবলিকেশন: গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি দিল বিআরটিসি কোর্স
- নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
- ডাকসু নির্বাচনে সাতক্ষীরার শামীম হোসেন: তরুণ প্রজন্মের নতুন কণ্ঠস্বর
- ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা
- রহস্যময় গোলাপি পানির লেক, যেখানে নেই প্রাণের অস্তিত্ব: এক বিরল প্রাকৃতিক বিস্ময়
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী: দেশজুড়ে নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- তেজপাতার জলে জাদু! নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, কমবে ওজন
- নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের
- ভারত ও রাশিয়া গভীর, অন্ধকার চীনের দিকে চলে গেছে: ট্রাম্প
- স্ত্রীকে আদর করে ‘আপু’ বা ‘বোন’ বলার বিধান
- এক ঘটনাতেই উত্তাল ইন্দোনেশিয়া, পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো
- প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ড. ইউনূসের কার্যকাল কতদিন?: ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনি
- বিহারের বিমানবন্দরে অদ্ভুত দৃশ্য: বিমানে ওঠার আগে রানওয়ের পাশে প্রস্রাব
- ২৩টি দৃশ্যে সেন্সর বোর্ডের কোপ: বিতর্কিত ‘বাগি ফোর’ কি পারবে দর্শকদের মন জয় করতে?
- যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ পারেনি, ছাত্রদল দেখাচ্ছে: সারজিস আলম
- রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩১ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ০২ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার