নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আজকের উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
এ সময় প্রেসসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজস্ব রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদ গোপন এবং অবৈধভাবে অর্জনের কথা বলা হয়েছে। গত বছরের জুলাই মাসে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এই অভিযোগপত্র জমা দেন।
দুদকের সূত্র অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আয় করেন। এই অর্থ বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে জমা করা হয়েছিল। তিনি ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকা জমা রেখে পরবর্তীতে তা তুলে নেন, যা তার উৎস ও মালিকানা গোপন করার একটি প্রচেষ্টা ছিল।
এছাড়াও, শামসুদ্দোহা তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। দুদকের অনুসন্ধানে তার আরও ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭৮ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
একইভাবে, তার স্ত্রীর বিরুদ্ধেও ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদ গোপন এবং ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
রাজনৈতিক দলের নেতাদের তেল দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পুলিশ সদস্যদের রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ না করতেও বারণ করেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেবেন না এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হয়।”
তিনি বলেন, “আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা যদি এখন তেল দেওয়া শুরু করে দেন, তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “অতএব এখন যার কাছে যে তেলটা আছে, রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।
ডিএসসিসির জ্বালানি খাতে ভুয়া ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানি খাতে ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগের প্রেক্ষিতে রবিবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনে ডিএসসিসির প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে নগর ভবনে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ডিএসসিসির অনেক কর্মকর্তার জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও অফিসিয়াল কাগজপত্রে প্রতিদিন নিয়মিত জ্বালানি খরচ দেখানো হয়েছে। এভাবে ভুয়া বিল তৈরি করে বিপুল অঙ্কের অর্থ সরকারি কোষাগার থেকে তোলা হয়েছে এবং পরে তা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। ওই সময় কর্মকর্তারা নিয়মিত অফিসে না গেলেও তাঁদের গাড়ির জন্য দৈনিক ১৪ থেকে ১৫ লিটার জ্বালানি খরচ দেখানো হয়েছে।
ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি মাসিকভাবে জ্বালানি খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে থাকে। তবে মে ও জুন মাসে নগর ভবন দীর্ঘদিন অচল থাকলেও স্বাভাবিক সময়ের মতোই তেলের ব্যয় দেখানো হয়েছে। অথচ বাস্তবে এ সময়ে অফিস কার্যক্রম ছিল স্থবির এবং গাড়ির ব্যবহারও কার্যত হয়নি।
দুদক বলছে, অভিযানের সময় তারা এ সংক্রান্ত কাগজপত্র, হিসাবনিকাশ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
-রাফসান
নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আজ রোববার (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের এক লাখ ৫০ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে এ কর্মসূচির আওতায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ পুলিশের অধীনে বিদ্যমান ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রকেই এই কার্যক্রমের মূল ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। এসব কেন্দ্রেই পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী অনুশীলন ও দিকনির্দেশনা গ্রহণ করবেন।
এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগরে পুলিশ সদর দফতরে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে মডিউলভিত্তিক পাঠ্যসূচি অনুযায়ী ১৫০ জন কর্মকর্তাকে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তী ধাপে দেশের ১৯টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মোট ১ হাজার ২৯২ জনকে ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরা পরে মাঠপর্যায়ে গিয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণের অংশ হিসেবে সম্ভাব্য সংকটময় পরিস্থিতি সামাল দিতে বাস্তবসম্মত মহড়া চালানো হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন সময়ে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনআস্থা অটুট রাখা।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণকে আরও কার্যকর ও প্রভাবশালী করার জন্য ভিজ্যুয়াল ও প্রিন্ট উপকরণও প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি নির্দেশনামূলক বুকলেট অন্তর্ভুক্ত রয়েছে। এসব উপকরণ ব্যবহার করে মাঠপর্যায়ের সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সচেতনতা আরও সুদৃঢ় করা হবে।
-রফিক
ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবন, শিক্ষা এবং সুন্নাহ অনুসরণ করলে আজকের এই দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। খবর বাসস।
ড. ইউনূস বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ ও শান্তি নিহিত রয়েছে।” তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।
প্রধান উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘সিরাজাম মুনিরা’, অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে তিনি শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন।
ড. ইউনূস আরও বলেন, আল্লাহর প্রতি অসীম আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য এবং অপরিমেয় মহৎ গুণের জন্য পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, বিশ্ব মানবতার জন্য তিনি যে অনিন্দ্য সুন্দর শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগের মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে কাজ করবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সবার মাঝে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করে ড. ইউনূস বলেন, “সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক। আমিন।
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে এখন অনেকগুলো ‘আন্তা’ বসেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, “একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।” তিনি জানান, কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বড় রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটি মন্তব্য করেছিলেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আন্তা শব্দের মানে কেউ বুঝতে না পারায় আমাকেই এর ব্যাখ্যা দিতে হয়েছে।” তিনি সবাইকে জানান, ‘আন্তা’ মানে মাছ ধরার ফাঁদ। তিনি আরও বলেন, “কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে।” তার মতে, “অনেকেই পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে।
গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এ অমানবিক ও ঘৃণ্য কাজের কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারি বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ঘটনা শুধু একজন মানুষের মর্যাদাকেই পদদলিত করেনি, বরং আমাদের সামাজিক মূল্যবোধ, আইনশৃঙ্খলা ও ন্যায়নিষ্ঠ এবং সভ্য সমাজব্যবস্থার মৌল কাঠামোর ওপর সরাসরি আঘাত হেনেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জারি করা ওই বিবৃতিতে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায়, এমন বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে বলেন, জীবিত কিংবা মৃত-প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ।
বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করে বলা হয়, এই নৃশংস ঘটনায় জড়িতদের সঠিকভাবে শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দোষী কেউ যেন দায়মুক্ত না থাকে সে বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের অপরাধের দায় এড়িয়ে যেতে পারবে না। যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই নিজেদের কাজের পরিণতি ভোগ করতে হবে।
এছাড়া দেশের সব নাগরিককে ঘৃণা, সহিংসতা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মর্যাদা, ন্যায়বিচার এবং মানবতার মূল্যবোধকে ধারণ করে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
-রফিক
কাবুলের পথে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান
আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান কাবুলের উদ্দেশে রওনা হয়। এতে ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী ছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সরকারি এই সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, কাপড়, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, বিশুদ্ধ পানীয় জল এবং ওষুধপত্র। আইএসপিআর জানিয়েছে, এসব সামগ্রী আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর বিমানটি একই দিনে দেশে ফিরে আসবে। জরুরি সহায়তার এই চালান ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস হয়েছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। ফলে খাদ্য, পানি, চিকিৎসা এবং আশ্রয়ের মারাত্মক সংকট দেখা দিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। বিমান যাত্রার আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিমানটি ছাড়ার আগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
-রফিক
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই ইহকাল ও পরকালের মুক্তি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে মানবজাতি নিজেদের কল্যাণ ও শান্তির পথ খুঁজে পেয়েছে। তাঁর আগমনের ফলে জগতের সব অন্যায়, অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের অন্ধকার দূর হয়েছে। তাই তিনিই মানবতার মুক্তির দিশারী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমানের বাণী
তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এই দিনটি উদযাপন করা। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন ও সঠিক পথের শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস মর্যাদা ও আনন্দের। আল্লাহর প্রতি ঈমান এবং মানবতার পথপ্রদর্শক এই মহামানবের পৃথিবীতে আবির্ভাবের দিন আজ।
তিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আল্লাহ তাঁকে মহিমান্বিত মর্যাদা দান করেছেন। তাঁর আগমনের ফলেই মানুষ ইহকাল ও পরকালের মুক্তির সন্ধান পেয়েছে। হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল এক আলোকিত বিস্ময়।
তারেক রহমান বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুল (সা.)-এর দেখানো পথে। তিনি নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ-যন্ত্রণা ভোগ করে তাঁর ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী অর্থাৎ তাওহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে যে অনাচার ও অরাজকতা বিরাজমান ছিল, তা দূর করতে তিনি 'রহমাতুল্লিল আলামিন' হিসেবে আবির্ভূত হন।
তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, দয়া, ক্ষমা, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত। তারেক রহমান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই মহানবীর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারে।
মির্জা ফখরুলের বাণী
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি বাণী দিয়েছেন। তিনি বলেন, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন। এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে আলোড়িত করেছিল। এই দিনটি নবীজির জীবনের সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের মতো মূল্যবোধগুলোর প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত। তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাঠকের মতামত:
- নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
- রাশিয়া-ইউক্রেন সংকটে নতুন মোড়: বাফার জোনের নিরাপত্তার দায়িত্বে কি বাংলাদেশ?
- ডাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
- পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
- অবসরের পর সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ
- গণতন্ত্রের জন্য জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা হাসান
- ইলিশের বাজারে আগুন: দুই বছরে চাঁদপুরে দাম বেড়েছে দ্বিগুণ
- ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
- রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
- ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়
- শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী
- এশিয়া কাপের আগে বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার খোঁচা, যা বললেন জাকের আলী
- ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক
- সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
- লেনদেনহীন ২২ বন্ড, সীমিত লেনদেনে এগিয়ে দু’টি
- চাপের মুখে পদত্যাগ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু
- লন্ডনের স্বর্ণবাজারে আসছে ‘ডিজিটাল স্বর্ণ’, বদলাবে লেনদেন পদ্ধতি
- ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি
- রাজনৈতিক দলের নেতাদের তেল দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা
- এক্সিম ব্যাংকের শেয়ার দরপতন: বাজারে নিম্নমুখী প্রবণতা
- ডিএসসিসির জ্বালানি খাতে ভুয়া ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান
- শেয়ারদর বৃদ্ধি নিয়ে ডিএসইকে যে ব্যাখ্যা দিল বিডিকম অনলাইন
- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সাপ্তাহিক NAV প্রকাশ
- ৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার
- আজ রাতে যখন দৃশ্যমান হবে ‘সুপার ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ
- বৈশ্বিক পরিসরে এনসিপির নতুন সাংগঠনিক উদ্যোগ
- তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জের নির্বাচনী মাঠে জিন্নাহ কবির
- ফ্যাসিবাদ রুখতে চাই ইতিবাচক রাজনীতি: সালাহউদ্দিন
- জিরো থেকে পাবলিকেশন: গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি দিল বিআরটিসি কোর্স
- নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
- ডাকসু নির্বাচনে সাতক্ষীরার শামীম হোসেন: তরুণ প্রজন্মের নতুন কণ্ঠস্বর
- ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা
- রহস্যময় গোলাপি পানির লেক, যেখানে নেই প্রাণের অস্তিত্ব: এক বিরল প্রাকৃতিক বিস্ময়
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী: দেশজুড়ে নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- তেজপাতার জলে জাদু! নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, কমবে ওজন
- নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের
- ভারত ও রাশিয়া গভীর, অন্ধকার চীনের দিকে চলে গেছে: ট্রাম্প
- স্ত্রীকে আদর করে ‘আপু’ বা ‘বোন’ বলার বিধান
- এক ঘটনাতেই উত্তাল ইন্দোনেশিয়া, পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো
- প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ড. ইউনূসের কার্যকাল কতদিন?: ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনি
- বিহারের বিমানবন্দরে অদ্ভুত দৃশ্য: বিমানে ওঠার আগে রানওয়ের পাশে প্রস্রাব
- ২৩টি দৃশ্যে সেন্সর বোর্ডের কোপ: বিতর্কিত ‘বাগি ফোর’ কি পারবে দর্শকদের মন জয় করতে?
- যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ পারেনি, ছাত্রদল দেখাচ্ছে: সারজিস আলম
- রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব
- আবহাওয়ার পূর্বাভাস: দেশের ৬ বিভাগে বৃষ্টি, বাড়তে পারে গরম
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩১ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ০২ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার