ঈদে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’: প্রত্যাবর্তনে কতটা সফল হবেন মন্দিরা?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১০:০৭:৩১
ঈদে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’: প্রত্যাবর্তনে কতটা সফল হবেন মন্দিরা?

সত্য নিউজ:

প্রথম সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে বড়পর্দায় পা রাখার পর নাট্যমঞ্চের প্রিয় মুখ মন্দিরা চক্রবর্তীর আর দেখা মেলেনি নতুন কোনো চলচ্চিত্রে। তবে এবার কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি ‘নীলচক্র’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মন্দিরা, কারণ এটি তার অভিনয়জীবনের জন্য হতে পারে একটি বড় মোড় ঘোরানো অধ্যায়।

‘নীলচক্র’র নির্মাতা মিঠু খান জানিয়েছেন, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে প্রস্তুতি চলছে পুরোদমে। এর আগে মন্দিরার প্রথম সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার তিনি আসছেন একটি “মসলাদার ও সময়োপযোগী” গল্প নিয়ে।

সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল থাকলেও বিতর্কের ছায়া ফেলেছে ছবির নায়ক আরেফিন শুভকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ এবং তার বিরুদ্ধে ওঠা ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ কথিত সমালোচনার কারণে ধারণা করা হচ্ছে, ‘নীলচক্র’র প্রচারে শুভ থাকবেন না। ফলে ছবিটির গণযোগাযোগ ও প্রচার কার্যক্রমে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

তবুও মন্দিরা এই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন,‘প্রত্যাশা আসলেই অনেক বেশি। কারণ অভিনয়ে নিজেকে আরও বুঝে, আরও মন দিয়ে চরিত্র উপস্থাপন করেছি। এই সিনেমার গল্পটা সময়ের সঙ্গে যায়, দর্শকদের নাড়া দেবে বলেই বিশ্বাস।’

বর্তমানে তিনি ‘নীলচক্র’র প্রচারণাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতিই বলে দেবে—মন্দিরার প্রত্যাবর্তন কতটা সফল হলো।

এবার ঈদেই জানা যাবে, ‘নীলচক্র’ মন্দিরার প্রত্যাশা পূরণ করতে পারে কি না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ