আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ০৮:২৫:৫৫
আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

সত্য নিউজ:মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে নিহত ৮ বছর বয়সী শিশু আছিয়া আক্তার হত্যা মামলার রায় আজ শনিবার ঘোষণা করবেন আদালত। আলোচিত এই মামলায় মাত্র দুই মাস ১১ দিনের মাথায় বিচারকাজ শেষ করে রায় দিতে চলেছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। মামলার পিপি মনিরুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৭ মে শেষ হয় মামলার সাক্ষ্যগ্রহণ। ওই দিন ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, যারা শিশুটির ময়নাতদন্তে অংশ নেন, আদালতে সাক্ষ্য দেন।

পূর্বঘটনায় জানা যায়, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার ধর্ষণ ও হত্যার অভিযোগে বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। বর্তমানে চার আসামিই পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মূল আসামি হিটু শেখ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৫ মার্চ ১৬৪ ধারায় জবানবন্দি দেন। যদিও বিচার চলাকালে তিনি মিডিয়ার সামনে বারবার নিজেকে নির্দোষ দাবি করে আসেন এবং ভিকটিমের বোন হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ আইনি সহায়তার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ পান স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। পুরো বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করতে সরকারি মহল থেকেও নজরদারি ছিল কঠোর।

আছিয়ার ওপর বর্বরোচিত এই নির্যাতন ও হত্যাকাণ্ডের পর মাগুরাসহ সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। গণপ্রতিবাদ, সড়ক অবরোধ, থানা ও আদালত ঘেরাওয়ের মতো কর্মসূচির মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নামেন সর্বস্তরের মানুষ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ