বাড্ডায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ০৮:১৮:০৭
বাড্ডায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

সত্য নিউজ:রাজধানীর বাড্ডায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে, এবং চিকিৎসকদের মতে, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারের পাশে একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)। সবাই বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তোফাজ্জল মিয়া শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মঞ্জুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং ছোট মেয়ে তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে অধিকাংশেরই অবস্থা গুরুতর এবং জীবন সংকটাপন্ন।

প্রতিবেশী মো. শরীফ জানান, তোফাজ্জল মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক এবং পরিবারসহ ভাড়া থাকতেন ওই ভবনে। রাতে রান্নার সময় চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়, আর পরিবারের সদস্যরা দগ্ধ হন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ