"রুটি, জমি, মর্যাদা – এই আমাদের দাবি"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ২২:৩৯:১৫
"রুটি, জমি, মর্যাদা – এই আমাদের দাবি"

সত্য নিউজ: রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এখনও মেহনতি মানুষের প্রত্যাশিত জীবনের নিশ্চয়তা দিতে ব্যর্থ এমন মন্তব্য করে সরকারকে সতর্ক করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। শুক্রবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংগঠনটির একাদশ জাতীয় সম্মেলন, যেখানে সমিতির নেতারা স্পষ্ট ভাষায় জানান, গরিব মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপ না নিলে আবারও গণ–আন্দোলন শুরু হবে।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ ক্ষেতমজুর নেতা মৃন্ময় মণ্ডল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মুজাহিদুল ইসলাম সেলিম, মৃন্ময় মণ্ডল এবং ক্ষেতমজুর সমিতির বর্তমান সভাপতি ডা. ফজলুর রহমান।

আলোচনায় অংশ নেন রাজনৈতিক ও শ্রমিক নেতারা যাঁদের মধ্যে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, শিক্ষকনেতা নূর মোহাম্মদ তালুকদার, কৃষক সমিতির সভাপতি এস এম সবুর, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ, অধ্যাপক আব্দুস সাত্তার, সোহেল আহম্মেদ ও অর্ণব সরকার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা।

নেতারা বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে জীবন দিয়েছে যাঁরা, তাঁদের অধিকাংশই ছিল প্রান্তিক কৃষিশ্রমিক ও মেহনতি মানুষ। অথচ সেই বিপ্লবের ফল আজও তাঁদের জীবনে প্রতিফলিত হয়নি। ন্যায্য মজুরি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এখনও সোনার হরিণ হয়ে আছে গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য।

সম্মেলন থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো:

  • খাসজমি দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ প্রদান
  • রেশনিং ব্যবস্থা চালু করে তা দুর্নীতিমুক্তভাবে বিতরণ
  • শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে বাণিজ্যিকরণ থেকে মুক্ত করে সবার জন্য সহজলভ্য করা
  • কৃষিশ্রমিকদের জন্য মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা

নেতৃত্বের বক্তব্যে বারবার উঠে আসে একটি মূল বার্তা:

মেহনতি মানুষের প্রতি রাষ্ট্রের অবহেলা চলতে থাকলে রাজপথই হবে তাঁদের শেষ কথা। এই সম্মেলন শুধু এক সংগঠনের আয়োজন ছিল না; এটি ছিল রাষ্ট্রকে সামাজিক ন্যায়ের পথে ফিরিয়ে আনতে এক কঠোর রাজনৈতিক বার্তা। সরকার এখন যদি এসব দাবির বাস্তবায়নে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তবে বাংলাদেশের প্রান্তিক মানুষ আবারও ইতিহাস রচনার পথে হাঁটবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ক্ষেতমজুর সমিতির নেতারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ