অবৈধ সম্পদে জড়িত সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাক পরিবার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ০৮:০০:১৩
অবৈধ সম্পদে জড়িত সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাক পরিবার
ছবিঃ সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী এবং ছেলের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় কমিশন পৃথক পৃথকভাবে তিনজনের কাছেই সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আব্দুর রাজ্জাকের নামে মোট ৬ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ২৯০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। কিন্তু তার বৈধ আয়ের উৎস হিসেবে প্রমাণ পাওয়া গেছে মাত্র ৪ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯১৬ টাকা। ফলে রাজ্জাকের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৩৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ দাঁড়িয়েছে। কমিশনের রেকর্ডপত্র এবং জেলগেটে সরাসরি জিজ্ঞাসাবাদে তিনি এই ব্যবধানের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তাছাড়া তার আয়কর রিটার্ন বিশ্লেষণে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস অপ্রমাণিত থাকে।

এদিকে রাজ্জাকের স্ত্রী শিরিন আক্তার বানুর সম্পদের হিসাবেও অনিয়ম পাওয়া গেছে। দুদক জানায়, তার নামে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫১১ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ সর্বমোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৫০২ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৬১২ টাকা। ফলস্বরূপ, শিরিন আক্তারের বিরুদ্ধে ৯০ লাখ ৭১ হাজার ৮৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে কমিশন মনে করছে।

একইভাবে, আব্দুর রাজ্জাকের ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতের নামেও অনিয়ম ধরা পড়ে। তার নামে ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৯৮২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যা পারিবারিক ব্যয়সহ দাঁড়ায় ১ কোটি ২৪ লাখ ৮১ হাজার ৮৩ টাকা। অথচ তার বৈধ আয়ের উৎস হিসেবে প্রমাণ মেলে মাত্র ৭৩ লাখ ৬৮ হাজার ৯৮৩ টাকা। এই হিসেবে তার বিরুদ্ধেও ৫১ লাখ ১২ হাজার ১০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে।

দুদক বলছে, রাজ্জাক পরিবারের মোট সম্পদ বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে আব্দুর রাজ্জাক প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পরে মন্ত্রণালয় বিভক্ত হওয়ার পর ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার পালাবদলের পর গত বছরের ১৪ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে।

-রফিক


রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ২১:৫৭:৩১
রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে ‘গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রোডম্যাপ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতির প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখনো নির্বাচন কী পদ্ধতিতে হবে, তা নির্ধারিত হয়নি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং তার বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে রোডম্যাপটি অপরিপক্ব ও খণ্ডিত। এতে জনগণের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেনি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রথমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত এবং বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা জরুরি ছিল। এরপরই রোডম্যাপ ঘোষণা করা উপযুক্ত হতো।”

/আশিক


ইসি’র রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ২০:১১:১০
ইসি’র রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এই রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে। তিনি বলেন, “যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও একই রকম নির্দেশনা ছিল।”

তিনি আরও বলেন, “এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

/আশিক


ইসি’র রোডম্যাপকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল: ‘বিএনপি সরকারের পাশে আছে’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ২০:০৫:০৫
ইসি’র রোডম্যাপকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল: ‘বিএনপি সরকারের পাশে আছে’
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।

যারা নির্বাচনে বাধা দেওয়া বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যারা হটকারী সিদ্ধান্ত নেবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা করবে।

/আশিক


ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগ নেতাদের অবরুদ্ধ করে রাখল ‘জুলাই যোদ্ধারা’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ১২:৫৭:৫৫
ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগ নেতাদের অবরুদ্ধ করে রাখল ‘জুলাই যোদ্ধারা’
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, “দল-মতনির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, এমন সময় ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে। তবে তারা কারও গায়ে হাত দেয়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্যদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে একটি ভাঙা টেবিল দেখা যায় এবং উপস্থিত লোকজনদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়।

পরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে একটি ভ্যানে তুলে নিয়ে যায়।

/আশিক


পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে: রুহুল কবির রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৯:২৬:২৭
পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে: রুহুল কবির রিজভী
ছবিঃ সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়ে কয়েকটি দল ‘মামা বাড়ির আবদার’ করছে, কারণ এই বিষয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সময় আহত ও নিহতদের পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার চেক ও অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লবে বিএনপির সাড়ে ৪০০ জনেরও বেশি নেতাকর্মী নিহত হয়েছেন, অথচ দু-একটি দল মনে করে সব কৃতিত্ব তারাই অর্জন করেছে।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা নির্বাচন দিতে চাননি, আর এখন কিছু দলও একই সুরে কথা বলছে। তিনি বলেন, ‘শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না—এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, বরং উগ্রপন্থা আবার ফিরে আসবে।’

রিজভী বলেন, ‘বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নানা ধরনের ষড়যন্ত্র করছে।’ তিনি দিল্লির সমালোচনা করে বলেন, বাংলাভাষী মুসলমানদের জোর করে ‘পুশ ইন’ করছে, অথচ শেখ হাসিনাকে ‘জামাই আদরে’ রেখেছে, যা দিল্লির দ্বিচারিতা।

দলের ভেতরে ‘বসন্তের কোকিল’দের প্রবেশ ঠেকাতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এরা দলে ঢুকে চাঁদাবাজি ও অপকর্ম করছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘মানুষ বেকার হচ্ছে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে।’

/আশিক


এনসিপি কেন চীন সফরে যাচ্ছে? জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৭:০৫:৩৮
এনসিপি কেন চীন সফরে যাচ্ছে? জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যদি সংস্কার পাশ কাটিয়ে নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি জানান, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে একটি গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায়। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত তৈরি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন নিয়েও আলোচনা হবে।

নাহিদ ইসলাম বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন হবে। সফরকালে তিনি চীনা-বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানান।

/আশিক


তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৬:১৩:২৬
তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাসের মধ্যে নির্বাচন দিতো, তাহলে দেশের অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো। তিনি বলেন, জিনিসপত্রের দাম বেড়ে চলছে এবং ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রেও সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘ভাসানী জনশক্তি পার্টি’ ও ‘ভাসানী অনুসারী পরিষদ’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘জটিলতা বৃদ্ধি না করে’ জুলাই সনদ ও সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন। একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নিশ্চিত করুন। এর কোনো বিকল্প নেই।

বিএনপি মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিতিই নেই। তিনি বলেন, ‘সংস্কার’ বা পিআর পদ্ধতির মতো বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। তিনি প্রশ্ন তোলেন, পিআর পদ্ধতিতে ভোট দিলে কাকে ভোট দেওয়া হচ্ছে তা জনগণ জানে না। তিনি বলেন, “আপনি ভাবলেন, আপনার এলাকায় একজন নতুন জনপ্রিয় মানুষ আছে সলিমুদ্দিন সাহেব। আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন। কিন্তু দেখা গেল কলিমুদ্দিন হয়ে গেল। এই বিষয়গুলো এখনো আমাদের কাছেই পরিষ্কার না। সাধারণ মানুষের কাছে তো নয়ই। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা?”

মির্জা ফখরুল বলেন, ‘পাঁচ আগস্টের পরেই আমি আমার পার্টি অফিসের সামনে বলেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচন দিতে। কিন্তু তখন সবাই সরাসরি আমাকে আক্রমণ করে বলেছিলেন, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতে চান।’ তিনি বলেন, মূল বিষয়টা ভিন্ন, কারণ বিএনপি ‘ঘর পোড়া গরু’ এবং জানে যে পরিবর্তন হলে অন্যরা সেই সুযোগ নিয়ে নেয়।

তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি মহল সচেতনভাবে গণতন্ত্রের পক্ষের শক্তিকে আসতে না দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, যখন নিউইয়র্কে বাংলাদেশের উপদেষ্টাদের ওপর হামলা হয়, তখন কোথায় যাব আমরা? একটি সংবাদপত্রে তিনি দেখেছেন যে, একজন ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং শেখ হাসিনা সেই টাকা ব্যবহার করে নির্বাচন বন্ধ করার পরিকল্পনা করছেন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু প্রমুখ।


রুমিন ফারহানা বিউটি উইথ ব্রেইন:  গোলাম মাওলা রনি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৪:২৯:০৫
রুমিন ফারহানা বিউটি উইথ ব্রেইন:  গোলাম মাওলা রনি
ছবিঃ সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, “নারী যখন বুদ্ধিমতী হয়, তখন তা ‘বিউটি উইথ ব্রেইন’-এ পরিণত হয়। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এটি অনেক পুরুষের জন্য বেশ অস্বস্তিকর বিষয়।” তিনি বলেন, আমাদের দেশের পুরুষরা সাধারণত তুলতুলে, পুতুপুতু ধরনের মেয়ে পছন্দ করে।

দলের দুঃসময়ে রুমিন ফারহানা একাই বিএনপির জন্য লড়েছেন উল্লেখ করে রনি বলেন, সংসদে তার বক্তব্যগুলো ছিল অবিশ্বাস্য। হাসতে হাসতে যখন তিনি মাইক ধরতেন, তখন আওয়ামী লীগের স্পিকারসহ সবাই ঠিক বুঝে উঠতে পারতেন না তিনি আসলে কী বলছেন। রুমিন ফারহানা একাই পুরো সংসদকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছিলেন।

গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপির ১০০ জন বড় নেতা সারা দেশে প্রতিদিন যা না করতেন, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি টেলিভিশন টক শোতে বর্তমানে বিএনপির যেসব তারকা রয়েছেন, তাদের মধ্যে রুমিন ফারহানাকে এক নম্বর তারকা হিসেবে উল্লেখ করেন।

তবে রুমিন ফারহানার পক্ষে বিএনপির শক্ত অবস্থান দেখছেন না রনি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় বিএনপি তাদের অনেক ত্যাগী নেতাকর্মীকেও ‘কুরবানি’ দিচ্ছে। তিনি বলেন, “রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে মূলত রুমিন ফারহানার যতটা না ক্ষতি হবে, একই ক্ষতি হবে বিএনপির। যারা জামায়াত ও এনসিপির টার্গেট হয়েছে, এই জায়গাটাতে তাদের বেশি ক্ষতি হবে।” উদাহরণ হিসেবে তিনি বলেন, কুমিল্লাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সুযোগ দিতে গিয়ে অনেক বিএনপি নেতা তাদের নিজস্ব নেতাকে কুরবানি করতে চাচ্ছেন। এই জায়গাগুলো বিএনপিকে মেরামত করতে হবে।

বিএনপির সামনে বিপদ রয়েছে বলে সতর্ক করে রনি বলেন, “বিএনপি সেই কাজগুলো না করে উলটো নীরবতা পালন করছে। নিজের দলের যারা বিপদের দিনের বিশ্বস্ত বন্ধু, তাদেরকে জবাই করার বা তাদেরকে শ্মশানে পাঠানোর যে নীরবতা অবলম্বন করছে, এটি আল্টিমেটলি এই দলটিকে শেষ করে দেবে।”

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে। সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিনের সমর্থকদের সঙ্গে এনসিপির নেতাদের হাতাহাতি হয়। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে কড়া সমালোচনা করেন। এর জবাবে রুমিন ফারহানা হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দেন।

/আশিক


জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা, রিজভীর আহ্বান ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রামে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১০:৫৪:৩৭
জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা, রিজভীর আহ্বান ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রামে
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির চেতনা ও দর্শনের গুরুত্ব তুলে ধরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল।”

রিজভী উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ এ দেশের প্রতিটি জাতীয় আন্দোলন ও সংগ্রামে নজরুলের সাহিত্য ও সংগীত অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তিনি বলেন, “স্বৈরাচারের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।”

তিনি আরও যোগ করেন, আসন্ন রমজানের আগেই যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। “গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে—যা কাজী নজরুল তার রচনায় বারবার উচ্চারণ করেছেন,” বলেন রিজভী।

বিএনপির এ নেতা আরও দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমান নজরুলের চেতনা ধারণ করে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। জাতি যখন সংকটে পড়ে দিশাহারা হয়, তখন কবির লেখা ও কবিতা হয়ে ওঠে প্রেরণার পথনির্দেশক। “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন প্রতিটি সময়েই নজরুলের লেখা অমলিন প্রাসঙ্গিকতা বহন করেছে,” তিনি যোগ করেন।

এদিন জাতীয় কবির সমাধিতে বিএনপির পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে কবির কবিতা, গান ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

-রাফসান

পাঠকের মতামত: