জুলাই অভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নুরুল হক নুরের কড়া বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ২১:২৯:৩১
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নুরুল হক নুরের কড়া বার্তা

সত্য নিউজ: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই মাস কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়; এটি দেশের সমস্ত শ্রেণিপেশার মানুষের সংগ্রামের ফলস্বরূপ অর্জিত একটি গণঅভ্যুত্থান।’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর আরো বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানকেও তারা নিজেদের রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার বানাতে চেয়েছে। তবে এই জুলাইয়ের আসল লক্ষ্য ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক জন্মাবে না। দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ হবেন এবং জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না।’

সমাবেশে গণঅধিকার পরিষদের নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা দেশের গণতন্ত্র ও শ্রমিক, ছাত্র অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা তৈরি করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ