আধুনিক হচ্ছে কারাগার: নাম পরিবর্তন ও নতুন অ্যাক্ট তৈরির উদ্যোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৬ ১৪:১০:৪০
আধুনিক হচ্ছে কারাগার: নাম পরিবর্তন ও নতুন অ্যাক্ট তৈরির উদ্যোগ
ছবিঃ সংগৃহীত

‘বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মঙ্গলবার রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, কারাগারকে একটি সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও, আইনকানুনকে যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’র খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দীদের উৎপাদনমুখী করে তোলা হবে। এর ফলে একজন বন্দী তার নিজের খরচ বহন করার পাশাপাশি তার পরিবারকেও আর্থিক সহায়তা দিতে পারবে। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের জায়গা দিতে নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরে পোস্টিং বাণিজ্য বন্ধ করতে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

তিনি বলেন, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

/আশিক


 চট্টগ্রামে নতুন মাইলফলক: বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনে পরীক্ষামূলক কাজ শুরু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৫ ২১:৩৮:৫৩
 চট্টগ্রামে নতুন মাইলফলক: বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনে পরীক্ষামূলক কাজ শুরু
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পের আওতায় চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে। এই টেস্ট বোরিং সফল হলে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গভাবে প্রকল্পটি চালু হবে এবং জনগণ বিনা মূল্যে বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নগরের হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে ‘গ্যাস কূপের টেস্ট বোরিং’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

বর্জ্য থেকে সম্পদ ও জ্বালানি নিরাপত্তা

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে নতুন এক মাইলফলক অর্জন করেছে। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই।” তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে’ পরিণত করতে চান।

বর্জ্য সংগ্রহ: প্রতিদিন চট্টগ্রাম শহরে প্রায় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে সিটি করপোরেশন সংগ্রহ করে প্রায় ২২০০ টন। বাকি বর্জ্য নালা ও খালে গিয়ে জলাবদ্ধতা ও দূষণের কারণ হয়। এজন্য ‘ডোর-টু-ডোর’ প্রকল্প চালুর মাধ্যমে শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে চান তিনি।

লক্ষ্য: মেয়র জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে চসিক সচিব মো. আশরাফুল আমিন, বি অ্যান্ড এফ কম্পানি লিমিটেডের প্রধান সি ডব্লিউ পার্কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আয়নাঘরের অভিজ্ঞতা জানালেন আমীর হামজা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৫ ১৯:১৫:৫৪
আয়নাঘরের অভিজ্ঞতা জানালেন আমীর হামজা
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, “আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই ৫ দফা।” তিনি হুঁশিয়ারি দেন, আয়নাঘর আবার ফিরে এলে তা জনগণ মেনে নেবে না। পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা জামায়াত এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

আয়নাঘরের অভিজ্ঞতা ও পিআর পদ্ধতির দাবি

আমীর হামজা বলেন, “আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না।” তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে এমন নির্যাতন যেন ফিরে না আসে, তাই তাদের এই আন্দোলন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, “আমাদের দাবিগুলো জামায়াতে ইসলামীর দাবি নয়, বরং ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে।” তিনি হুঁশিয়ারি দেন, সরকার দাবি মানতে গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

নির্বাচন ও সংস্কারের দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।


এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে অচল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৫ ১৪:৩৫:১৮
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে অচল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধ
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

পুলিশি বাধা উপেক্ষা করে অবরোধ

শিক্ষকরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় অভিমুখে রওনা হন। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন।

এ সময় তারা স্লোগান দেন, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না’, ‘আমি কে, তুমি কে শিক্ষক শিক্ষক’, ‘প্রজ্ঞাপন দিতে হবে’।

শিক্ষক-কর্মচারীদের তিনটি প্রধান দাবি হলো:

১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া।

২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা।

৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এর আগে বুধবার সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রজ্ঞাপন না এলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধ করার কথা জানিয়েছিলেন তারা। তবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা আরও কিছু সময় অপেক্ষা করেন। এই সময়ের মধ্যে কোনো ফলপ্রসূ সমাধান না আসায় শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন।


২৩ ঘণ্টা পরও জ্বলছে রূপনগরের রাসায়নিক গুদাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৫ ১১:১৭:৪৪
২৩ ঘণ্টা পরও জ্বলছে রূপনগরের রাসায়নিক গুদাম
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন ২৩ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে এবং আজ বুধবার সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন।

মৃতদেহ উদ্ধার ও স্বজনদের আহাজারি

রাসায়নিক গুদামের বিপরীত পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নেভানো গেছে। চারতলা ভবনটি থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুড়ে অঙ্গার হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্বজনেরা। বুধবার সকালে তাদের কেউ কেউ মরদেহ দেখে নিজের স্বজন বলে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন।

রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সমকালকে বলেন, “রাসায়নিক গুদামের আগুন এখনো নেভানো যায়নি। আরও কত সময় লাগবে, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

প্রত্যক্ষদর্শীর দাবি: স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, রাসায়নিকের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা আতশবাজির মতো ওপরের দিকে উঠে গিয়ে সামনের পোশাক কারখানার ভবনে পড়ে। ওই ভবনে যে আগুন লেগেছে তা প্রথমে কেউ বুঝতে পারেনি।

কারখানার চিত্র: চারতলা ওই পোশাক কারখানার নিচতলায় অ্যামব্রয়ডারি, দোতলায় কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, তৃতীয় তলায় গার্মেন্টস এবং চতুর্থ তলায় গার্মেন্টসের গুদাম ছিল।

মালিক পলাতক: রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় তার একাধিক গুদাম রয়েছে।


নিখোঁজদের খোঁজে রূপনগরে স্বজনদের আহাজারি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ২১:৫৬:১০
নিখোঁজদের খোঁজে রূপনগরে স্বজনদের আহাজারি
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গোডাউনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খোঁজে অসংখ্য মানুষ উদ্বেগ-উৎকণ্ঠা ও আহাজারি নিয়ে দাঁড়িয়ে আছেন।

নিখোঁজদের আহাজারি

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আর এন ফ্যাশন নামের চারতলা পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে এই আগুন লাগে।

নিখোঁজ স্বজনদের খোঁজে তাদের ছবি নিয়ে ঘটনাস্থলে এসেছেন অনেকে।

আসমা আক্তার: রেশমা আক্তার সমকালকে বলেন, তার ছেলের শ্যালিকা আসমা আক্তার এই কারখানাতেই কাজ করতেন। আগুন লাগার পর থেকে তার খোঁজ মিলছে না।

নজরুল ইসলাম: স্বামী নজরুল ইসলামের খোঁজে এসেছেন নাসিমা আক্তার। নজরুল ১২ বছর ধরে এই গার্মেন্টস কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। আগুন লাগার খবর পেয়ে কল দিলে নজরুল শুধু 'আগুন আগুন' বলে ফোন রেখে দেন। এরপর থেকে তার ফোন বন্ধ।

অন্যান্য নিখোঁজ: বড় বোন লাইজু বেগম তার বোন নারগিস আক্তারকে খুঁজছেন। ইয়াসিন এসেছেন তার ভাগ্নি সুলতানা ও ভাগ্নি জামাই জয়ার ছবি হাতে। নিখোঁজ মাহিরার মামা শফিকুল ইসলাম জানান, তার ভাগ্নি গার্মেন্টসের তিন তলায় কাজ করতেন।

উদ্ধার কাজ ও ঝুঁকি

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিকেলে প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানান। এরপর সন্ধ্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। রাসায়নিক পদার্থ থাকায় কাউকে সেখানে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে কার্যক্রম করছি।” তিনি জানান, কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।


মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজদের খোঁজে স্বজনদের ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৯:৩৫:৩৭
মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজদের খোঁজে স্বজনদের ভিড়
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা। নিহতদের স্বজনেরা ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।

কেমিক্যাল গোডাউনে প্রবেশে বাধা

সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল গোডাউনে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় সেখানকার আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

উদ্ধার কাজ: আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। পোশাক কারখানার ভেতরে ঢুকতে পারলেও এখনো রাসায়নিকের গুদামে প্রবেশ করা যায়নি।

আশঙ্কা: এই অবস্থায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকল লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।


মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুনে নিহত ৯

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৭:১৩:১৬
মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুনে নিহত ৯
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা এবং কসমিক ফার্মা নামের আরেকটি রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আগুন নিয়ন্ত্রণে বাধা রাসায়নিক পদার্থ

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।


এমপিওভুক্ত শিক্ষকদের আজ সচিবালয় অভিমুখে লংমার্চ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১০:১১:২৬
এমপিওভুক্ত শিক্ষকদের আজ সচিবালয় অভিমুখে লংমার্চ
ছবিঃ সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে এসব দাবিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন।

অবরোধ ও দাবিসমূহ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মন্ত্রীর ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই। তিনি হুঁশিয়ারি দেন, এবার দাবি আদায় করেই শিক্ষকরা ঘরে ফিরবেন।

কর্মসূচি: লং মার্চ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

দাবির কারণ: এর আগে রবিবার প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তারা সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং আটক আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

শিক্ষকদের কর্মবিরতির ফলে সারা দেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। এমনকি এই কারণে স্কুলগুলোয় টাইফয়েডের টিকা দেওয়া কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

রাজনৈতিক সংহতি

শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। দলগুলোর শীর্ষ নেতারা সোমবার বিকেলে শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

জামায়াতের মন্তব্য: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, “আন্দোলন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে।”

ডাকসুর সংহতি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারাও শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন।

মন্ত্রণালয়ের বক্তব্য

শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১ হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন। উৎসব ভাতার হার মূল বেতনের ৫০ শতাংশ।


ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা: এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ১৮:২৪:০৮
ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা: এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা
ছবিঃ সংগৃহীত

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় এর প্রতিবাদে সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে এই কর্মসূচি পালিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান এই তথ্য নিশ্চিত করেন।

হামলার বিবরণ ও কর্মসূচি

সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এর উদ্দেশ্য হলো শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানানো এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করা।

ঘটনার বিবরণ:

সোমবার সকাল ৯টায় ঢাকা কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কিছু ছাত্র তাকে হুমকি দেয়। এই পরিস্থিতিতে কলেজের শৃঙ্খলা ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় শিক্ষকরা সতর্ক অবস্থানে ছিলেন। উচ্চমাধ্যমিকের বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করলে কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান শিক্ষা ভবনের দিকে লংমার্চ কর্মসূচির উদ্দেশ্যে আসা শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে অগ্রসর হন। এ সময়:

শিক্ষক লাঞ্ছনা: আকস্মিকভাবে কিছু ছাত্র তাকে উদ্দেশ করে অশ্রাব্য কটুবাক্য বলে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

হামলা ও ভাঙচুর: এরপর তারা উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকেও আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্তা করে। এ সময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগতও আক্রমণে অংশগ্রহণ করে।

উদ্ধার: শিক্ষকরা প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতকারীরা পিছু হটে। পরে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউঞ্জে আক্রমণ ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।

পাঠকের মতামত: