আন্দোলনে ‘বোতল কাণ্ড’, ছাত্র ডিবি হেফাজতে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১৮:৩৪:১৪
আন্দোলনে ‘বোতল কাণ্ড’, ছাত্র ডিবি হেফাজতে

সত্য নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ইশতিয়াক হুসনাইনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে হুসনাইনকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।

ঘটনাটি ঘটে বুধবার রাতে, যখন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মসজিদের সামনে তাদের সঙ্গে সংলাপে অংশ নিতে যান। ঠিক সে সময় একটি পানির বোতল নিক্ষেপের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়, যা উপদেষ্টার মাথায় গিয়ে লাগে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও আটক করে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন—ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও প্রশাসনের দমনমূলক আচরণ বরদাশত করা হবে না।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চার দফা দাবিতে ১৪ মে থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন।

এই ঘটনা শুধু আন্দোলনের ভেতরকার টানাপোড়েন নয়, বরং চলমান রাজনৈতিক উত্তেজনার প্রতিচ্ছবিও—যেখানে সংলাপ ও সংঘাত মুখোমুখি দাঁড়িয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ