দুটি ইলিশ বিক্রি হলো সাড়ে ১৪ হাজার টাকায়: সত্যি নাকি গল্প?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১৭:০৫:০৬
দুটি ইলিশ বিক্রি হলো সাড়ে ১৪ হাজার টাকায়: সত্যি নাকি গল্প?

সত্য নিউজ:
এক সময়ের দিগন্তজোড়া পদ্মা এখন জলশূন্য খারায় রূপ নিয়েছে। মাছের আনাগোনা কম, ইলিশ যেন হারিয়েই গেছে। ঠিক সেই সময় পদ্মার বুকে ধরা পড়ে সাড়ে তিন কেজির দুটি রাজকীয় ইলিশ! আর এই সোনালি ধরা রূপ নিয়েছে বাজারে উত্তেজনার ঝড় হিসেবে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শুক্রবার সকালে ঘটে এই ঘটনা। বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার একদল জেলে চর করনেশনা এলাকায় জাল ফেলেন। বহুক্ষণ অপেক্ষার পর জাল গুটিয়ে দেখা যায়—দুটো চকচকে, মোটা ইলিশ কাঁপিয়ে দিচ্ছে পানির ওপরের স্তর।

ইলিশ দুটি নিয়ে যাওয়া হয় স্থানীয় হালিম মণ্ডলের আড়তে। একটির ওজন ১ কেজি ৯৩০ গ্রাম, আরেকটি দেড় কেজি। দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে এগুলো কিনে নেন সর্বোচ্চ দরদাতা হিসেবে—প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে, মোট ১৩ হাজার ৬৫০ টাকায়।

শাহজাহান বলেন, “ইলিশ দুটোর ঝিলমিল ভাব আর ওজন দেখে চোখ জুড়িয়ে যায়। এমন ইলিশ খুব একটা পাওয়া যায় না এখন।”

আড়তে ফিরে এসে শাহজাহান ইলিশগুলোর ছবি তোলেন, নিজের শাকিল-সোহান মৎস্য আড়তের ফেসবুক পেজে পোস্ট করেন। এরপর যোগাযোগ করেন পরিচিত ক্রেতাদের সঙ্গে। দুপুর ১২টার মধ্যেই টাঙ্গাইলের এক প্রবাসী ক্রেতা ফোনে যোগাযোগ করেন। তিনি প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে ইলিশ দুটি কিনে নেন—মোট ১৪ হাজার ৩৫০ টাকায়। সেইসঙ্গে দুপুরেই ইলিশ দুটি পাঠিয়ে দেওয়া হয় টাঙ্গাইলের উদ্দেশ্যে।

স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, পদ্মায় পানি কমে যাওয়ায় বড় মাছের দেখা মেলে না। মাঝে মাঝে বর্ষায় পানি বাড়লে কিছু রুই, কাতলা ও ভাগ্যক্রমে বড় ইলিশ ধরা পড়ে। তখনই এসব মাছ হয়ে ওঠে জেলেদের জন্য সোনার হরিণ, আর ব্যবসায়ীদের জন্য ‘চটজলদি লাভের পথ’।

শাহজাহান শেখ বললেন, “এখন ইলিশের বাজারে প্রতিযোগিতা বেশি, চাহিদা আকাশচুম্বী। মোবাইলেই অর্ডার আসে, পাঠিয়ে দেই দেশের বিভিন্ন প্রান্তে।”

পাঠকের মতামত:

ট্যাগ: ইলিশ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ