একসঙ্গে সমাবর্তনে একই পরিবারের পাঁচজন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরল মুহূর্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ০৯:৪৭:১১
একসঙ্গে সমাবর্তনে একই পরিবারের পাঁচজন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরল মুহূর্ত

সত্য নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য, একই পরিবারের পাঁচজন সদস্য একসঙ্গে স্নাতক ডিগ্রি গ্রহণ করেছেন। আনন্দঘন এই মুহূর্ত ছিল শুধু শিক্ষাজীবনের অর্জন নয়, পরিবারের জন্যও এক অনন্য উৎসবের উপলক্ষ।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকার শাহ নুরুল হক ও সরোয়ার জাহান দম্পতির সন্তানরা দীর্ঘ সময়ের শিক্ষাজীবন শেষে একসঙ্গে সমাবর্তনে অংশ নেন। ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবের সঙ্গে ছিলেন তার মেজ ভাই গণিত বিভাগের শাহ মোহাম্মদ সালাহ উদ্দিন, তার স্ত্রী বাংলা বিভাগের আফসা আজাদ তৃষা, বড় বোন কামরুজ্জাহান (লোক প্রশাসন বিভাগ), এবং ছোট বোন তানজিনা আক্তার (মার্কেটিং বিভাগ)। তাদের আরেক ভাই শাহ মোহাম্মদ সায়িদ সরওয়ারও স্নাতক হলেও অন্য একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় সমাবর্তন অনুষ্ঠান, যেখানে প্রায় ২২,৬০০ শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শাহ মোহাম্মদ শিহাব বলেন, “একই সময়ে, একই জায়গায়, পরিবারের পাঁচজন সদস্য মিলে ডিগ্রি নেওয়া এটা আমাদের জীবনের এক অদ্ভুত, আনন্দময় ও গর্বের মুহূর্ত। আমাদের পরিবারের জন্য এটি ছিল একেবারে উৎসবের মতো।”

শিহাবের বাবা শাহ নুরুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার স্বপ্ন ছিল সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। আজ তারা সবাই গ্র্যাজুয়েট, একসঙ্গে সমাবর্তনে অংশ নিয়েছে—এটা আমার জীবনের বড় অর্জন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ