বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর একটি আত্মঘাতী সিদ্ধান্ত: ১২ দলীয় জোট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ২০:২৬:২৯
বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর একটি আত্মঘাতী সিদ্ধান্ত: ১২ দলীয় জোট

সত্য নিউজ:চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগকে ‘জাতীয় স্বার্থবিরোধী ও আত্মঘাতী’ বলে আখ্যায়িত করেছে ১২–দলীয় রাজনৈতিক জোট। তারা বলেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও রাজস্ব আয় মারাত্মক হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, দেশের টাকায় নির্মিত এবং নিজস্ব অর্থায়নে কেনা যন্ত্রপাতিতে সাজানো চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি পরিচালনার অধীনে দেওয়া মানে জাতীয় সম্পদ ও নিরাপত্তা বিদেশিদের হাতে তুলে দেওয়া। এই পদক্ষেপকে তারা ‘ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন।

১২–দলীয় জোটের নেতারা বলেন, “বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকলেও এটি জাতীয় স্বার্থের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্তে এত বড় একটি রাষ্ট্রীয় স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া আইনসঙ্গত নয়।”

তারা আরও বলেন, “এনসিটির বাৎসরিক ধারণক্ষমতা ১০ লাখ কনটেইনার হলেও দেশীয় অপারেটর গত বছর ১২ লাখ ৮১ হাজার কনটেইনার হ্যান্ডল করেছে। তাহলে কেন সফল একটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে হবে? কাদের খুশি করতে এই পরিকল্পনা?”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ