১২০ টাকায় পুলিশের চাকরি: টাঙ্গাইলে ৫০ জনের স্বপ্ন পূরণ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৯:২৯:৫৯
১২০ টাকায় পুলিশের চাকরি: টাঙ্গাইলে ৫০ জনের স্বপ্ন পূরণ

সত্য নিউজ: মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেল টাঙ্গাইলের ৫০ জন তরুণ-তরুণী। ঘুষ, সুপারিশ বা আর্থিক প্রভাব ছাড়াই ১০ মাসব্যাপী স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম মেধাবী প্রার্থী গোপালপুরের শিমলাপাড়ার মেঘলা রানী—যার বাবা একজন মাছ ধরিয়ে, আর পরিবার চলে সামান্য আয়ে।

মেঘলা রানীর চোখে ছিল পুলিশের চাকরি করে দেশের জন্য কাজ করার স্বপ্ন। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তিনি বলেন, “সরকার নির্ধারিত ১২০ টাকায় চাকরি পাবো ভাবতেই পারিনি। আজ প্রমাণ হলো, সততা থাকলে সরকারি চাকরিও ঘুষ ছাড়া সম্ভব।”

টাঙ্গাইল সদরের হুগড়া গ্রামের নুর মোহাম্মদ বলেন, “নিজের যোগ্যতায় পুলিশের চাকরি পাবো, এটা ভাবতেই পারিনি। পরিবার আর দেশের সেবায় কাজ করতে চাই।”

চূড়ান্তভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে রয়েছেন কৃষক, দিনমজুর, শ্রমজীবী পরিবারের সন্তানরা। কেউ এসেছেন নানান কষ্টে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ে, কেউ তিনবার চেষ্টা করেও হাল ছাড়েননি। বুধবার রাতে পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন—আনন্দের কান্না।

নন্দবালা গ্রামের আসলাম মিয়া বলেন, “ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়ে আমি এবং আমার পরিবার খুবই খুশি। মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

চূড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, “আমরা পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। প্রার্থীদের শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক দৃঢ়তাও বিবেচনায় নিয়েছি।”

নিয়োগ প্রক্রিয়ার বিশদ:

  • ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু

  • মোট আবেদনকারীর সংখ্যা: ২,৭৭১ জন

  • প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ: ১,৫৩৩ জন

  • শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ: ৯৪১ জন

  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী: ৯৩৭ জন

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ: ১৮৬ জন

  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী: ৫০ জন (পুরুষ ৪৫, নারী ৫)

  • অপেক্ষমাণ তালিকাভুক্ত: ১০ জন

পাঠকের মতামত:

ট্যাগ: চাকরি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ