ঢাকায় কয়েকটি স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, কার্যকর আজ থেকেই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৯:১৯:৫২
ঢাকায় কয়েকটি স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, কার্যকর আজ থেকেই

সত্য নিউজ: রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর–III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত স্থানগুলোর মধ্যে রয়েছে:

* প্রধান বিচারপতির সরকারি বাসভবন এলাকা

* বিচারপতি ভবন

* জাজেস কমপ্লেক্স

* সুপ্রিম কোর্টের প্রধান ফটক

* মাজার গেট ও জামে মসজিদ গেট

* আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশ গেট

* বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি আদায়ে কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি আশাবাদী, জনসাধারণ ও সংশ্লিষ্ট মহল শান্তিপূর্ণভাবে আইন মেনে চলবে।

পাঠকের মতামত:

ট্যাগ: ডিএমপি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ