মালয়েশিয়ায় নতুন কর্মী নিচ্ছে দেড় লাখ, নিশ্চিত করলেন আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৮:৪৭:০০
মালয়েশিয়ায় নতুন কর্মী নিচ্ছে দেড় লাখ, নিশ্চিত করলেন আসিফ নজরুল

সত্য নিউজ:মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে এবং এই তালিকার শীর্ষে থাকবে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক এবং ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এই বিষয়ে অগ্রগতি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে দেশটি।

আসিফ নজরুল বলেন, “আমরা বিভিন্ন সূত্রে জেনেছি মালয়েশিয়া কয়েক মাসের মধ্যে দেড় লাখ পর্যন্ত শ্রমিক নিতে পারে। তাদের মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশ থেকেই সবার আগে লোক নেওয়া হবে। আমরা এ বিষয়ে সুপারিশ করেছি যেন সব রিক্রুটিং এজেন্সি লোক পাঠানোর সুযোগ পায়।”

তিনি আরও জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। এর ফলে শ্রমিকদের যাতায়াত সহজ হবে। এ ছাড়া যেসব বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং অবৈধ হয়ে পড়েছেন, তাদের বৈধকরণ প্রসঙ্গেও আলোচনা হয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ, তাদের বৈধ করার সুযোগ সীমিত।

মালয়েশিয়ার পক্ষ থেকে সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স ও দক্ষ শ্রমিক (স্কিল ওয়ার্কার) নিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছেন আসিফ নজরুল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত