সাবেক ডিএমপি কর্মকর্তা হারুন অর রশীদের সহযোগীর ১০ তলা ভবন জব্দ

সত্য নিউজ:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা একটি দশতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে হারুনের শ্বশুর ও ভাইয়ের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেয়।
দুদক আদালতকে জানিয়েছে, হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকার উত্তরায়। তাঁর নামে-বেনামে উত্তরায় সাড়ে ৮ কাঠা জমির ওপর নির্মিত একটি ১০ তলা ভবনসহ একাধিক সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ কারণেই ভবনটি জব্দের আবেদন করে কমিশন।
এর আগে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের একটি ফ্ল্যাট ও তিনটি প্লট জব্দের আদেশ দেয় আদালত। গত ১৯ ফেব্রুয়ারি হারুন এবং তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদও জব্দের নির্দেশনা দেওয়া হয়।
দুদকের তথ্য অনুযায়ী, হারুন অর রশীদের নামে থাকা প্রায় ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাটসহ বিপুল সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি তাঁর ১০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর হারুন, তাঁর স্ত্রী শিরিন আক্তার এবং ছোট ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় হারুনের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার, ভাই শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার এবং স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে