সাবেক ডিএমপি কর্মকর্তা হারুন অর রশীদের সহযোগীর ১০ তলা ভবন জব্দ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৮:৪৩:০৩
সাবেক ডিএমপি কর্মকর্তা হারুন অর রশীদের সহযোগীর ১০ তলা ভবন জব্দ

সত্য নিউজ:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা একটি দশতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে হারুনের শ্বশুর ও ভাইয়ের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেয়।

দুদক আদালতকে জানিয়েছে, হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকার উত্তরায়। তাঁর নামে-বেনামে উত্তরায় সাড়ে ৮ কাঠা জমির ওপর নির্মিত একটি ১০ তলা ভবনসহ একাধিক সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ কারণেই ভবনটি জব্দের আবেদন করে কমিশন।

এর আগে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের একটি ফ্ল্যাট ও তিনটি প্লট জব্দের আদেশ দেয় আদালত। গত ১৯ ফেব্রুয়ারি হারুন এবং তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদও জব্দের নির্দেশনা দেওয়া হয়।

দুদকের তথ্য অনুযায়ী, হারুন অর রশীদের নামে থাকা প্রায় ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাটসহ বিপুল সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি তাঁর ১০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর হারুন, তাঁর স্ত্রী শিরিন আক্তার এবং ছোট ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় হারুনের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার, ভাই শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার এবং স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত