মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে হাসিনা যাওয়ার পর: আমীর খসরু

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ২১:৫৪:৩৯
মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে হাসিনা যাওয়ার পর: আমীর খসরু
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের জনগণের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “মানুষের ভেতরে যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে—তা রাজনীতিকদের উপলব্ধি করতে হবে।”

৫ আগস্ট (মঙ্গলবার) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “বাংলাদেশে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে। দীর্ঘদিনের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”

বিএনপির এই নেতা বলেন, “গত ১৫ বছরে দেশে যে নিপীড়ন-নির্যাতন হয়েছে, তা অতীতের যেকোনো সময়কে হার মানিয়েছে। লাখ লাখ মিথ্যা মামলা, হাজার হাজার গুম-খুন, হেফাজতে মৃত্যু, কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি নিজেও এই সময়ের একদিন, অর্থাৎ ৫ আগস্ট, কারাগারে ছিলাম।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ওমর ফারুক ইউসুফ, সিভাসুর পরিচালক ড. এ কে এম সাইফুদ্দিন, ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং ড. এ কে এম হুমায়ুন কবির।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সিভাসুর প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া জুলাই আন্দোলনে আহত বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত বিন জাহাঙ্গীরও বক্তব্য রাখেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ