সমুদ্র সম্পদ ব্যবহারে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ২১:৩৪:২৬
সমুদ্র সম্পদ ব্যবহারে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রধান উপদেষ্টা

বঙ্গোপসাগরকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করে এর টেকসই ও সুচিন্তিত ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বঙ্গোপসাগরের পরিমাণ আমাদের মোট জমির চাইতেও বেশি, আর এটিই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি।

প্রধান উপদেষ্টা বলেন, “এই পানির মধ্যে রয়েছে অফুরন্ত সম্পদ—মাছ থেকে শুরু করে গ্যাসসহ বিভিন্ন খনিজ। এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।” তিনি জানান, সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

উপকূলীয় অঞ্চলের বিকাশে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নতুন বন্দর ও অবকাঠামো নির্মাণ পরিকল্পনার কথাও জানান তিনি। এসব বন্দর দিয়ে দেশ-বিদেশের সঙ্গে বাণিজ্য হবে, যা পুরো বিশ্বকে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্গী করে তুলবে বলে মন্তব্য করেন ইউনূস।

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের কথাও ভাষণে উঠে আসে। তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনীর অধীনে ড্রাই ডক লিমিটেড নিউ মুরিং টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন গড়ে ২২৫টি বেশি কনটেইনার পরিচালিত হচ্ছে। এ অগ্রগতি শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয়, পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভূটানকেও উপকৃত করবে।

গভীর সমুদ্রের সম্ভাবনা কাজে লাগিয়ে সমুদ্রভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। মাছ চাষ, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ