জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারীতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ২০:৩৩:১৪
ফেব্রুয়ারীতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন
ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। তার এ ভাষণ একযোগে সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।

ভাষণে ড. ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারিতেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখনকার প্রধান অগ্রাধিকার। এ জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ভাষণে ড. ইউনূস জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরেন এবং জনগণের সচেতন অংশগ্রহণকে স্বাগত জানান। তিনি বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ ও গণআন্দোলনের ফলেই এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের দায়িত্ব সেই প্রত্যাশার প্রতিফলন ঘটানো।”

ড. ইউনূস তার ভাষণে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন।

জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণটি ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসের অংশ হিসেবে তার প্রথম বড় ঘোষণা, যা আগামী রাজনৈতিক প্রক্রিয়ার দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ