লামিন ইয়ামালকে ঘিরে প্রেমের গুঞ্জন, আলোচনায় আর্জেন্টিনার র‍্যাপার নিকি নিকোল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ২০:১২:১০
লামিন ইয়ামালকে ঘিরে প্রেমের গুঞ্জন, আলোচনায় আর্জেন্টিনার র‍্যাপার নিকি নিকোল
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে ঘিরে প্রেমের গুঞ্জনে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ও স্প্যানিশ সংবাদমাধ্যম। স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োসের দাবি, ১৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক জমকালো পার্টিতে ইয়ামাল ও আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার নিকি নিকোলের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হোয়োস বলেন, তাঁর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ইয়ামাল ও নিকির মধ্যে সম্পর্ক শুরু হয়েছে। তিনি আরও জানান, জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে ফ্লার্টিং চলে এবং তার ১১ দিন পর তাদের একসঙ্গে দেখা যায় একটি সমুদ্রসৈকত ক্লাবে। ওই ক্লাবে রাত ৪টার দিকে তারা একসঙ্গে বেরিয়ে যান বলে দাবি করেন হোয়োস। এমনকি, সেই রাতে দুজনের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

নিকি নিকোল এর আগেও সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, যা নিয়ে আলোচনায় ছিলেন দীর্ঘদিন। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে মাঠ মাতানো ইয়ামাল এখন স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবল তারকা।

তবে ইয়ামাল কিংবা নিকি—দুজনের কেউই এখনও এই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবুও স্পেনের শোবিজ ও ক্রীড়াজগতে এই সম্ভাব্য প্রেম নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ