“ভয় আর আশার সকাল, বিজয়ের দুপুর”—বাঁধনের অভিজ্ঞতা

গত বছরের ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার স্মৃতি এখনো গভীরভাবে নাড়া দেয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়ার সেই দিনটি ছিল বাঁধনের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা—যা তিনি আজও গভীর আবেগে স্মরণ করেন।
শুরু থেকেই তিনি রাজপথে ছিলেন—কখনো শিল্পী সমাজের ব্যানারে, কখনো আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে। আগস্টের শুরু থেকেই আন্দোলনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে স্মরণ করছেন বাঁধন। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর সকাল এবং দুপুরের স্মৃতি বারবার ফিরে এসেছে তাঁর লেখায়।
মঙ্গলবার সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।”
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে তিনি আরও আবেগভরা ভাষায় লেখেন, “যখন খবর এলো, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন—জনতার গর্জনের মুখে তাঁকে দেশ ছাড়তে হয়েছে—তখন মানুষের যে উল্লাস দেখেছি, তা ভাষায় বোঝানো যাবে না। সেই মুহূর্তে যে বিস্ফোরণ ঘটেছিল জনতার মাঝে, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।”
বাঁধনের বর্ণনায়, “পুরো জাতি যেন একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ নাচছিল, কেউ স্লোগানে গলা ফাটাচ্ছিল। বাতাসে ছিল বিজয়ের বিদ্যুৎ। সেটাই আমার জীবনের সবচেয়ে দামী মুহূর্ত। আমি গর্বিত—বাংলাদেশের মানুষদের নিয়ে, এই আন্দোলনের অংশ হতে পেরে। কী এক বিজয়! কী অসাধারণ সাফল্য!”
উল্লেখযোগ্য যে, আন্দোলনের সূচনা থেকেই অনলাইন এবং রাজপথে ছিলেন আজমেরী হক বাঁধন। এখন সেই অধ্যায়ই হয়ে উঠেছে তাঁর জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও আবেগঘন স্মৃতির একটি।
/আশিক
২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের ‘হোমবাউন্ড’
২৪টি সিনেমাকে পেছনে ফেলে এ বছর অস্কারের জন্য ভারত থেকে নির্বাচিত হয়েছে পরিচালক নীরজ ঘায়ওয়ানের সিনেমা ‘হোমবাউন্ড’। শুক্রবার কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি
ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটি এখনো ভারতে মুক্তি পায়নি। আগামী ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরের ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং সেখানে ছবিটি নয় মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পায়। এরপর এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরেও পিপলস চয়েস অ্যাওয়ার্ডের সেকেন্ড রানার-আপ পুরস্কার জেতে।
পেছনে পড়ল যেসব আলোচিত সিনেমা
এবারের অস্কার মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে ছিল ‘আই ওয়ান্ট টু টক’, ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘পুষ্পা টু’, ‘হিউম্যানস ইন দ্য লুপ’ এবং ‘কেশরী টু’-এর মতো নামও। তবে এবার কোনো বাংলা ছবি অস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারেনি।
নেহা ভাসিন বনাম এলনাজ নরৌজি: জিম লুকে কার স্টাইল বেশি পছন্দ?
বলিউডের দুই জনপ্রিয় মুখ নেহা ভাসিন এবং এলনাজ নরৌজি সম্প্রতি জিমে শুটিং বা ওয়ার্কআউটের সময় নজর কেড়েছেন। নেহা ভাসিনের লুক সাহসী, আত্মবিশ্বাসী এবং আরামদায়ক। তিনি জিমের পোশাকে খুব স্বাভাবিক হলেও স্টাইলিশ দেখায়।
এলনাজ নরৌজিও তার জিম লুকে কম আলোচনার বাইরে নয়। তার হালকা জিম পোশাক এবং প্রাকৃতিক উপস্থিতি দর্শকদের বেশ আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের জিম লুক তুলনা করে মন্তব্য করছেন—কে বেশি স্টাইলিশ, কে বেশি ফিটনেস সচেতন।
এই তুলনা শুধু পোশাক বা লুক নয়, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং ফিটনেস সচেতনতার কথাও প্রকাশ করে। জিম লুক এখন শুধু শরীরচর্চা নয়, স্টাইল দেখানোরও মাধ্যম।
-শারমিন সুলতানা
নতুন লুকে পূর্ণিমা, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
ঢালিউড সুপারস্টার দিলারা হানিফ পূর্ণিমা আবারও তার নতুন লুকে ভক্তদের চমকে দিয়েছেন। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে তার অভিনয় জীবন শুরু হলেও, এখনও তার রূপে বয়সের কোনো ছাপ পড়েনি বলে মনে করেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবিগুলো ব্যাপক নজর কেড়েছে।
‘নতুন লুক মানেই নতুন ভাইব’
সম্প্রতি পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি কালো সিল্কি পোশাকে দেখা যায়। ছবিতে তার ব্রাউন রঙের চুল ওয়েভি স্টাইলে সাজানো। হাসিতেও রয়েছে স্নিগ্ধতা, যা ভক্তদের মন জয় করে নিয়েছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন লুক, আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
তার এই নতুন রূপ দেখে ভক্তরা মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’ এবং ‘একটুও বয়স বাড়েনি’। অনেকেই তার ফ্যাশন ও স্টাইলের প্রশংসাও করেছেন।
২০০৩ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘মনের মাঝে তুমি’ দিয়ে পূর্ণিমা তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ‘হৃদয়ের কথা’র মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে শক্ত জায়গা করে নেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমান জনপ্রিয়তা নিয়ে ঢালিউডে কাজ করে চলেছেন।
কাল্কি বিতর্কের পর দীপিকার নতুন শুরু: শাহরুখ খানের সঙ্গে ‘কিং’
বিতর্কিতভাবে নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’ থেকে সরে দাঁড়ানোর পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ঘোষণা করলেন তার নতুন প্রকল্প—শাহরুখ খানের সঙ্গে ছবি ‘কিং’। শনিবার ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে শাহরুখ খানের হাত ধরে আছেন দীপিকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এমন কিছু কথা যা অনেকেই তার সাম্প্রতিক অভিজ্ঞতা ও সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে দেখছেন।
দীপিকা লিখেছেন—“‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের সময় শাহরুখ আমাকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, তা হলো—ছবির সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি তৈরি করার অভিজ্ঞতা ও যাদের সঙ্গে কাজ করা হয়। আমি আজও সেই শিক্ষায় বিশ্বাসী এবং প্রতিটি সিদ্ধান্ত সেই ভাবনা মাথায় রেখেই নিয়েছি। হয়তো সেই কারণেই আমরা আবার ষষ্ঠ ছবিতে একসঙ্গে কাজ করছি।”
এ পোস্টটিকে অনেকেই কাল্কি ২৮৯৮ এডি-এর বিতর্কে তার নীরব প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। ভক্তরা কমেন্টে তাকে সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, “এই বার্তাটি কাল্কির নির্মাতাদের উদ্দেশ্যে।” আরেকজন লিখেছেন, “আপনার পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। আপনি গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত ছবির প্রচার করেছেন। নিজের সম্মান ও মূল্য জানেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।”
এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টুডিও জানায়—“দীর্ঘ সময়ের আলোচনার পর আমরা ও দীপিকা পাড়ুকোন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘কাল্কি ২৮৯৮ এডি’র মতো বড় প্রজেক্টের জন্য পূর্ণ প্রতিশ্রুতি দরকার। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, এই সিদ্ধান্তের পেছনে আর্থিক দ্বন্দ্ব বড় ভূমিকা রেখেছে। বলিউড হাঙ্গামা দাবি করেছে, দীপিকা তার পারিশ্রমিকে ২৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন, সঙ্গে তার ২৫ সদস্যের দলের জন্য ফাইভ-স্টার থাকার ব্যবস্থা ও খরচ বহনের শর্ত দিয়েছিলেন। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক ভিন্ন কারণ জানিয়েছে—তাদের মতে, ছবির নতুন স্ক্রিপ্টে দীপিকার চরিত্রকে প্রায় ক্যামিওতে নামিয়ে আনা হয়েছিল, যা তার টিমের জন্য বড় ধাক্কা ছিল।
এটি দীপিকার প্রথম বড় প্রজেক্ট ছাড়া নয়। এর আগে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তখনও তার কিছু দাবি—যেমন লাভের অংশীদারিত্ব, ৮ ঘণ্টার শুটিং সময় এবং তেলেগু সংলাপ বলতে অস্বীকৃতি—নিয়ে বিতর্ক হয়েছিল। তবে অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শিল্পীদের অধিকার।
বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ কাজ শুরু করেছেন। এছাড়া তিনি আটলির পরবর্তী ছবিতেও অভিনয় করছেন, যেখানে আল্লু অর্জুন আছেন। সম্প্রতি নির্মাতারা লস অ্যাঞ্জেলেসে ছবির ভিএফএক্স টিমের সঙ্গে দীপিকার কাজের একটি ভিডিও প্রকাশ করেছেন।
-শারমিন সুলতানা
“টোগোতে ফের গ্রেপ্তার সমালোচক র্যাপার আমরন: উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি”
টোগোর জনপ্রিয় র্যাপার আমরন, যিনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ফোর গনাসিংবেকে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন, আবারও গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার সকালে রাজধানী লোমেতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে তার আইনজীবী সেলেস্টিন আগবোগান নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, আমরন জনশৃঙ্খলা ভঙ্গ, গণঅভ্যুত্থানের ডাক এবং সেনাবাহিনীকে বিদ্রোহে উসকানি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত।
আমরনের প্রকৃত নাম নারসিস এসোয়ে চালা। গত ৩০ আগস্ট তিনি লোমেতে নিজ মহল্লায় বিক্ষোভের চেষ্টা করেছিলেন, তবে পুলিশ তাকে থামিয়ে দেয়। এর আগে মে মাসে প্রথমবার গ্রেপ্তার হওয়ার পর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে জুন মাসে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
তার প্রথম গ্রেপ্তারের পর থেকেই দেশে তীব্র জনঅসন্তোষ ছড়িয়ে পড়ে। বিদ্যুতের দাম বৃদ্ধি, সরকারবিরোধী দমননীতি এবং প্রেসিডেন্টের সাংবিধানিক সংস্কারের প্রতিবাদে জুন মাসজুড়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ওই বিক্ষোভে অন্তত সাতজন নিহত হন। সরকার অবশ্য মৃত্যুগুলো বিক্ষোভ-সংক্রান্ত নয় বলে দাবি করেছে।
আমরনের সর্বশেষ গ্রেপ্তার এমন সময়ে হলো, যখন মাত্র দুই দিন আগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্ট গনাসিংবের শ্যালিকা মার্গেরিত গ্নাকাদেকেও তার লোমে-স্থিত বাড়ি থেকে আটক করা হয়। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গ্নাকাদে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে সরকারের সমালোচনা করে আসছিলেন এবং এক ভিডিও বার্তায় প্রকাশ্যে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিলেন। তিনিও গত ৩০ আগস্ট লোমেতে স্বল্প সময়ের জন্য বিক্ষোভে অংশ নেন।
অগাস্টের শেষে টোগোর নাগরিক সমাজের জোট "টার্ন দ্য পেজ-টোগো" জানায়, তাদের দুই সদস্যকেও আটক করা হয়েছে। ক্রমাগত গ্রেপ্তার অভিযানে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সরকার সমালোচনামূলক কণ্ঠকে চাপে রাখার চেষ্টা করছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে।
প্রেসিডেন্ট ফোর গনাসিংবে ২০০৫ সালে তার পিতা ন্যাসিংবে ইয়াদেমার মৃত্যুর পর ক্ষমতায় আসেন। তার পরিবার টোগো শাসন করছে টানা ৫০ বছরেরও বেশি সময় ধরে। বিরোধীদের অভিযোগ, তিনি যে সাংবিধানিক সংস্কার করেছেন তা মূলত তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করার উদ্দেশ্যে।
-আলমগীর হোসেন
ঢাকায় শুটিং ও একাধিক অনুষ্ঠানে হানিয়া আমির, জেনে নিন তার সূচি
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আগমনের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ঢাকায় অবস্থানকালে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং ভক্তদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।
‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ’
হানিয়া আমির তার ঢাকায় আসার খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবি আপলোড করে বাংলায় লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?’ তার এই বার্তাটি বাংলাদেশি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
হানিয়া আমিরের ঢাকা সফরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে। শুক্রবার বিকেলে তিনি আহসান মঞ্জিলে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে একটি শুটিংয়ে অংশ নেন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, ২১ সেপ্টেম্বর তিনি একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
জনপ্রিয়তা বাংলাদেশেও
বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ এবং ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকগুলোতে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই সফরে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে তিনি নিজেও উচ্ছ্বসিত। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার এই মুহূর্তগুলো তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই
‘ইয়া আলী’ গানখ্যাত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। আজ (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন
সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জনপ্রিয় এই শিল্পী। আজ রাতে তার সেখানে গান পরিবেশন করার কথা ছিল। আকস্মিক এই মৃত্যুর খবরে ভারতীয় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
একাধারে ছিলেন অনেক কিছু
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করা জুবিন ছিলেন একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর তার জীবন বদলে যায়। এরপর ১৯৯২ সালে তার প্রথম অসমীয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে তিনি পেশাদার সংগীত জীবন শুরু করেন। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন।
ঢাকায় পা রাখলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির
ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি নাটক ও সিনেমার এই তারকা গত ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় অবতরণ করেন। এরপর আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দুটি ছবি শেয়ার করে ঢাকায় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। ছবির সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজিও ব্যবহার করেছেন।
হানিয়া আমিরের বাংলাদেশে আসার খবর আগেই প্রকাশিত হয়েছিল, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সানসিল্ক বাংলাদেশের ফেসবুক পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করার পর থেকেই এই জল্পনা শুরু হয়।
জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হানিয়া উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন তিনি। আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করে নেবেন।
হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
শাকিবের বিপরীতে ঢালিউডে অভিষেকের পথে পাকিস্তানি তারকা হানিয়া আমির
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে অভিনয় করতে পারেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ছবির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঢাকায় আসছেন হানিয়া। সেই সফরেই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
এর আগে এই সিনেমার নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল এবং বাংলাদেশের তানজিন তিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হানিয়া আমির। জানা গেছে, প্রযোজক ও পরিচালক ইতোমধ্যে শাকিব খানের কাছ থেকে হানিয়াকে নেওয়ার বিষয়ে সম্মতি পেয়েছেন।
তবে শুধু হানিয়া আমিরই নন, এই সিনেমায় মোট তিনজন নায়িকা থাকবেন। নির্মাতারা জানিয়েছেন, দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, এবং তৃতীয় চরিত্রের জন্য একজন নতুন মুখকে নেওয়া হবে। ফলে দর্শকরা একসঙ্গে দুই পরিচিত তারকা ও এক নতুন মুখের সমন্বয় দেখতে পাবেন।
সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যার কর্ণধার শিরিন সুলতানা। এতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন যৌথভাবে এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
- শানাকার তাণ্ডবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল শ্রীলঙ্কা
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে মাত্র ৫টি সহজ উপায়ে
- হিজাব-নিকাব নিয়ে হেনস্তা বন্ধে পাবিপ্রবি প্রশাসনের কঠোর পদক্ষেপ
- সুপার ফোরে বাংলাদেশের দারুণ শুরু, তাসকিন-মেহেদীর আঘাতে চাপে শ্রীলঙ্কা
- ভারত আক্রমণ করলে সৌদি আরব পাশে থাকবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- শেখ হাসিনার দুঃশাসনের ইতিহাস নিয়ে ঢাকায় হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
- চট্টগ্রাম বন্দরের শুল্ক স্থগিতের ঘোষণা: কী প্রভাব পড়বে রপ্তানিকারকদের ওপর?
- এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল ইসি
- মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রথম হামলা
- ২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের ‘হোমবাউন্ড’
- ভারতের বিপক্ষে ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- ‘নান্দো’ এবার সুপার টাইফুনে পরিণত হচ্ছে
- এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
- কাজের চেয়ে কথায় পটু এই তারকা, পারফরম্যান্সের চেয়ে মন্তব্যে বেশি আলোচিত
- কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ, তবুও ক্রেতাদের ভিড়
- বিএনপির নাম ব্যবহার করে যেন কেউ ব্যক্তিস্বার্থ হাসিল না করে: তারেক রহমান
- স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গৃহবধূকে গরম তেলে হাত চুবাতে বাধ্য করা হলো
- মানুষের আস্থা জামায়াতের প্রতি, ডাকসু-জাকসু নির্বাচনেই তার প্রমাণ: মুজিবুর রহমান
- ট্টগ্রামের বোয়ালখালীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
- তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে উঁচিয়ে ধরতে হবে: এ্যানি
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইসরায়েলিদের পিটিশন
- বিএনপিকে কেউ ভাঙতে পারেনি, যারা চেয়েছিল তারাই পালিয়ে গেছে: মির্জা ফখরুল
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশকে ৮ পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের
- মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে, জানুন সহজ উপায়
- সরকারে ছাত্র প্রতিনিধিদের থাকা ভুল সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমদ
- প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, আরব আমিরাত থেকে এলো অপ্রত্যাশিত খবর
- অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দায়ী করা হচ্ছে এনসিপিকে: হাসনাত
- গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র
- বাড়ছে বাণিজ্য, বাংলাদেশি টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার আজকের হার
- আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে কোনো আপত্তি নেই: হুম্মাম কাদের
- সাইলেন্ট হার্ট অ্যাটাক: বুকে ব্যথা না থাকলেও যে লক্ষণগুলো জানা জরুরি
- নেহা ভাসিন বনাম এলনাজ নরৌজি: জিম লুকে কার স্টাইল বেশি পছন্দ?
- ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বাড়ার পূর্বাভাস
- নতুন লুকে পূর্ণিমা, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
- গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বাড়ছে
- ‘বাঘ-সিংহের’ লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যান কাদের পক্ষে?
- কাল্কি বিতর্কের পর দীপিকার নতুন শুরু: শাহরুখ খানের সঙ্গে ‘কিং’
- ফ্রান্সের বদলে আলজেরিয়ার জার্সি গায়ে লুকা জিদান
- পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর
- যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
- ইসরায়েলের জন্য ৬.৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব
- শেয়ারবাজারে টানা পতন: সূচকে বড় পতন, কমেছে লেনদেন
- “গোয়েন্দা সতর্কবার্তায়ও নিষ্ক্রিয় পুলিশ, তাৎক্ষণিক ব্যবস্থা নিল ডিএমপি”
- বিজ্ঞানীরা খুঁজে পেলেন পৃথিবীর নতুন প্রতিবেশী!
- ওয়েস্ট-২০২৫: রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ
- “গেমিং আসক্তি থেকে সাইবার অপরাধ: কিশোরদের নতুন বিপদ”
- “টোগোতে ফের গ্রেপ্তার সমালোচক র্যাপার আমরন: উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি”
- “এস্তোনিয়ার আকাশে রুশ মিগ-৩১: ন্যাটোর জরুরি বৈঠক ডাকার ঘোষণা”
- অটোমান সাম্রাজ্যের ইতিহাস: উত্থান, পতন ও সভ্যতা–বিজ্ঞানে অবদান
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- বরিশালে ১৭ বিয়ে কাণ্ড: বন কর্মকর্তা কবির হোসেন বরখাস্ত
- বাংলাদেশে মিথ্যা মামলা: আইনি প্রতিকার ও প্রতিরোধমূলক কৌশল
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- নেপালের গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের শিক্ষা: বৈধতার সংকট, রাজনৈতিক অস্থিরতা ও আগামীর চ্যালেঞ্জ
- তারেক জিয়ার কেন দেশে ফেরা কেন জরুরি?
- ভদ্রতার নিয়ম ভাঙল ভারত, ক্ষুব্ধ পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় প্রৌঢ় খুন: অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের
- ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- ১৫ সেপ্টেম্বর শেয়ারবাজারে শীর্ষ দশ গেইনার