আওয়ামী লীগকে কাপুরুষ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৬:৫৬:৩৩
আওয়ামী লীগকে কাপুরুষ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আলমগীরের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরাদের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছেন শুধুমাত্র নিরাপত্তা বাহিনীগুলোর ‘কথিত হত্যাকারী স্কোয়াড’ গঠন করার মাধ্যমে।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, "এই ডেথ স্কোয়াডগুলো যদি তাদের পক্ষে না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই অপারেটাস বহু আগেই নিঃশেষ হয়ে যেতো।" তিনি দাবি করেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করার পর তিনি এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।

শফিকুল আলম আরও উল্লেখ করেন, গত বছরের জুলাই মাসে যখন তরুণ-তরুণীরা রাজপথে দাঁড়িয়ে এই 'ডেথ স্কোয়াডের' বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তখন আওয়ামী লীগের কর্মীরা সেই চ্যালেঞ্জ মোকাবেলার সাহস দেখাতে পারেনি। বরং তারা পরিস্থিতি থেকে সরে যায় এবং 'হাওয়া হয়ে যায়' বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরে আসতে পারবে না। কাপুরুষেরা ফিরে আসতে পারে না।”

তবে এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ বা সরকারপক্ষের কেউ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এ বক্তব্য সামাজিক মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ