চরমোনাই মিছিলে আ.লীগের সাবেক নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:৩০:৩০
চরমোনাই মিছিলে আ.লীগের সাবেক নেতা
ছবি: সংগৃহীত

৫ আগস্ট মঙ্গলবার সকালে বাউফল পৌর শহরে ‘জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের’ স্মরণে এই বিজয় মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাউফল শাখা। মিছিলে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তবে মিছিলের সামনের কাতারে দেখা যায় সাবেক আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফকে—যিনি একসময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এসএম ইউসুফের এই উপস্থিতিকে ঘিরে ইসলামী আন্দোলনের ভেতরে-ভেতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউসুফ একজন ‘বিতর্কিত’ রাজনৈতিক ব্যক্তি এবং তার এই দৃশ্যমান অংশগ্রহণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাঁরা চান, এ নিয়ে দলের পক্ষ থেকে তদন্ত হোক।

বিতর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসএম ইউসুফ জানান, তিনি ২০১৮ সালের আগেই আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসেছেন। এরপর চরমোনাই পীরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি মুজাহিদ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং বর্তমানে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠন মুজাহিদ কমিটিতে সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাউফল শাখার সদস্য সচিব এইচ এম নুরুল আমিন বলেন, “এসএম ইউসুফ অনেক আগেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি মুজাহিদ কমিটির একজন সক্রিয় সদস্য এবং দ্বীনি কার্যক্রমে নিয়মিত অংশ নেন। মিছিলের সময় তিনি একজন বয়স্ক মানুষ হিসেবে সামনে ছিলেন, এতে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সঠিক নয়। ঘটনাটি অনিচ্ছাকৃত, তখন বিষয়টি খেয়াল করা হয়নি।”

এর আগে দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ অসন্তোষ নিয়ে মুখ খুলেছিলেন বাউফল ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “দলে কিছু চাটুকার ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি ঢুকে পড়ায় আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।” বর্তমানে আহ্বায়ক কমিটির মাধ্যমে বাউফলে ইসলামী আন্দোলনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ