কক্সবাজারে এনসিপির চার শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:১৬:৩৩
কক্সবাজারে এনসিপির চার শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা হঠাৎ করেই কক্সবাজারে গোপনে পৌঁছেছেন বলে জানা গেছে। তাদের এই সফর ঘিরে দেশের রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের উদ্দেশ্যেই তাদের এই যাত্রা।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্র ও স্থানীয় ফ্লাইট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এনসিপির নেতারা। এই চার নেতা হলেন—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারী।

তারা ইনানীতে অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)-এ অবস্থান করছেন বলে জানিয়েছেন হোটেলের এক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, আগাম কোনো রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর নেতারা হোটেলে প্রবেশ করেন।

হোটেলের অপর এক কর্মকর্তা বলেন, হোটেলে পিটার হাসের মতো দেখতে একজনকে দেখা গেছে। তবে তিনি আসলেই পিটার হাস কিনা, তা তিনি নিশ্চিত নন।

এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানায়, এনসিপির চার নেতা মঙ্গলবার সাড়ে ৩টার ফ্লাইটে কক্সবাজার ত্যাগ করবেন।

তবে বিমান কর্তৃপক্ষের একাধিক সূত্র বলছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেছেন এবং এরপর তিনি দেশে ফেরেননি বলেই তাদের কাছে তথ্য রয়েছে।

এ বিষয়ে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সাড়া মেলেনি। তবে এনসিপির একজন নেতা গণমাধ্যমকে জানান, দলের মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকসংক্রান্ত আলোচনা হয়েছে।

তবে এটি পিটার হাসের সঙ্গে সরাসরি বৈঠক, নাকি কোনো তৃতীয় দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা—তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে জোর আলোচনা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ