বাংলাদেশে আরেকটি ইনসাফভিত্তিক বিপ্লব প্রয়োজন: সাদিক কায়েম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:০৫:২৭
বাংলাদেশে আরেকটি ইনসাফভিত্তিক বিপ্লব প্রয়োজন: সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে ইনসাফের বিপ্লবের ডাক ছাত্রশিবিরের, শাহবাগে সমাবেশে সাদিক কায়েমের হুঁশিয়ারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, "আমাদের সামনে আরেকটি বিপ্লব অনিবার্য, এবং সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব।"

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

সমাবেশে সাদিক কায়েম বলেন, "স্বাধীনতার এক বছর পার হলেও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদী উপাদানগুলো রয়ে গেছে। যারা আমাদের ভাইবোনদের গুলি করেছে, হত্যা করেছে—তাদের বিরুদ্ধে এখনো কোনো সংস্কার বা বিচার হয়নি। পুলিশ, মিডিয়া, ছাত্র উপদেষ্টা—সবখানে সেই একই অবস্থা বিরাজ করছে।"

তিনি অভিযোগ করেন, "শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই এখন ফ্যাসিবাদী ভাষায় কথা বলছে। এক বছরের মধ্যেও তারা শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। আহত গাজী ভাইয়েরা এখনও উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না, বরং প্রশাসনিক জটিলতায় ভুগছেন।"

শাহবাগে এই সমাবেশটি শেষ হয় এক র‌্যালির মাধ্যমে, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে সেখানে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ৬টায় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করে ‘ফতেহ গণভবন সাইকেল র‌্যালি’। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণভবন বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি শুরু হয় টিএসসি থেকে, গন্তব্য ছিল গণভবন।

কর্মসূচিতে অংশ নেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান, প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্তত ৫০০ নেতাকর্মী।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ