কানের লালগালিচায় উর্বশীর সাজে কটাক্ষই বেশি: কি বলছেন নেটিজেনরা?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৩:৩৫:৫৪
কানের লালগালিচায় উর্বশীর সাজে কটাক্ষই বেশি: কি বলছেন নেটিজেনরা?

সত্য নিউজ: ফ্রান্সে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৫’। আর সেই উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার উপস্থিতি যেন রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে অনলাইনে। চোখে গাঢ় নীল আইশ্যাডো, নাটকীয় হেয়ারস্টাইল, ক্রিস্টাল হেয়ারব্যান্ড এবং অফ-শোল্ডার গাউনে সাজে পুরোপুরি আলাদা লুকে হাজির হন তিনি।

তবে অভিনেত্রীর এই ব্যতিক্রমী সাজপোশাক দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। বরং মুখে অতিরিক্ত মেকআপ আর অতিরঞ্জিত সাজে অনেকেই কটাক্ষ করেছেন তাকে। অনেকে বলছেন, এখনকার ফ্যাশনে ‘নো মেকআপ লুক’ ট্রেন্ড হলেও উর্বশী যেন উল্টো স্রোতে হাঁটছেন।

তার হাতে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকার দামি ক্লাচও দর্শকদের মন ভোলাতে পারেনি। অনেকেই মনে করছেন, তার লুক ছিল অতিরিক্ত ‘ওভারডান’ এবং ফ্যাশনের চেয়ে কৃত্রিমতায় ভরা।

যদিও বলিউড তারকাদের এমন সাহসী ফ্যাশন চর্চা কান ফেস্টিভ্যালে নতুন কিছু নয়, তবুও উর্বশীর এই লুক বিশেষভাবে নেতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে।

বলিউড তারকাদের অংশগ্রহণ এই আন্তর্জাতিক ফ্যাশন ও সিনেমা মিলনমেলায় প্রতি বছরই থাকে আলোচনার কেন্দ্রে। তবে উর্বশীর এবারের লুক যেন সেই আলোচনায় বিতর্কের রঙ ছড়াল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত