আগামী ৫-৬ দিন হবে দেশের রাজনৈতিক ভবিষ্যতের নির্ধারণকারী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১৫:২২:০৭
আগামী ৫-৬ দিন হবে দেশের রাজনৈতিক ভবিষ্যতের নির্ধারণকারী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার প্রক্রিয়া সামনে এগোচ্ছে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী পাঁচ-ছয় দিন দেশের রাজনৈতিক দিশা নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়ের মধ্যে বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ার গতিপথ ও ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট হবে। তবে যেকোনো পরিস্থিতিতেই নির্বাচনের ব্যাপারে কোনো বিলম্ব হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

শফিকুল আলম বলেন, “আগামী পাঁচ-ছয় দিনের মধ্যেই আমরা বুঝতে পারব, আমরা কোথায় যাচ্ছি। নির্বাচন নিয়ে কোনো দ্বিধা বা দেরি হবে না। প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্থির প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।” তিনি আরও আশাপ্রকাশ করেন যে, শান্তিপূর্ণ ও বিনাদ্বন্দ্ব পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করবে।

বর্তমান সরকারকে তিনি ‘ক্ষতিগ্রস্ত অবস্থায় দায়িত্ব নেওয়া’ একটি সরকার হিসেবে বর্ণনা করেন, যা অন্তর্বর্তী সময়ে সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এমন পরিস্থিতিতেও সরকার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছে, যা প্রশংসার যোগ্য বলে তিনি মন্তব্য করেন।

সামাজিক সমস্যার মধ্যে অন্যতম চাঁদাবাজি বিষয়ে প্রেস সচিব জোর দিয়ে বলেন, সরকারের শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি রয়েছে। যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি চাঁদাবাজির প্রমাণিত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই দিক থেকে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সৎ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

পরে স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক দলের অর্থসংগ্রহে স্বচ্ছতার অভাবকে দুঃখজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অর্থায়ন ও তহবিল সংগ্রহ প্রক্রিয়া আজও স্বচ্ছ নয়, যা গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি এই বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও বেশি নজরদারি এবং নিয়মকানুন প্রণয়নের আহ্বান জানান।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ