ক্ষমতার লোভ নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে - মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১৫:১৫:১১
ক্ষমতার লোভ নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে - মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তিনি স্পষ্ট করে জানান, বিএনপি ক্ষমতা লাভের জন্য অস্থির নয়, বরং দেশের জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হলে দেশের অনেক রাজনৈতিক এবং সামাজিক সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচনই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ১২টি মৌলিক বিষয়ের ব্যাপারে ঐকমত্য গড়েছেন। বাকী থাকা বিষয়গুলো নিয়েও ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ও সমঝোতা করার প্রচেষ্টা চলছে। তবে যেসব বিষয় নিয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোকে বাদ দিয়ে প্রাথমিকভাবে মৌলিক বিষয়গুলোর সংস্কার করাই যথার্থ হবে। এটি দেশের রাজনৈতিক অস্থিরতা কমিয়ে সুদৃঢ় গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার পথে একটি কার্যকর পদক্ষেপ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে অবিচ্ছিন্ন বিরোধিতা ও তর্ক বিতর্ক স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তবে এইসব তর্কে কাঁদা ছোড়াছুড়ির সীমা থাকা উচিত। সীমাবদ্ধতা ছাড়া নেতিবাচক রাজনীতি ভবিষ্যতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে তিক্ততা সৃষ্টি করবে যা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে। তিনি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ