শাহবাগে নতুন মবের আশঙ্কা, সতর্ক করলেন রাশেদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১৪:৩১:৩৮
শাহবাগে নতুন মবের আশঙ্কা, সতর্ক করলেন রাশেদ
ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ছাত্রনেতা রাশেদ খান শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে সংগঠিত একটি সম্ভাব্য গণজমায়েতকে ‘মব তৈরির অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি এ উদ্যোগের নেপথ্য উদ্দেশ্য ও পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবেও আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, ‘শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি গোষ্ঠীকে একত্রিত করা হচ্ছে, যা মূলত আরেকটি পরিকল্পিত মব গঠনের প্রয়াস।’ তিনি সংশ্লিষ্ট মহলকে উদ্দেশ্য করে বলেন, ‘যতটুকু তথ্য পেয়েছি, শাহবাগে আবার একটি মব তৈরির চেষ্টা চলছে। কারা এই কাজ করছে তা অনুমান করা কঠিন নয়।’

রাশেদ খান প্রশ্ন তোলেন, “জুলাই যোদ্ধা কি এই ১০০-২০০ মানুষকে বোঝায়?” তার ভাষায়, ‘সারাদেশে কোটি কোটি মানুষ জুলাই আন্দোলনের পক্ষে ছিল। তাই কয়েকশ মানুষ একত্রিত হয়ে ‘জুলাই যোদ্ধা’ সাইনবোর্ডে রাজপথ অবরোধ করা আন্দোলনের চেতনাকে ছোট করে দেখানোর চেষ্টা।’

তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় ঐক্যমত কমিশনের অধীনে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া এগিয়ে চলছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকার। এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে রাজপথে উত্তেজনা সৃষ্টির প্রয়াস দেশকে ২০০৭ সালের ১/১১-র মতো আরেকটি রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

রাশেদ খান তার পোস্টে বলেন, “ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেয় আওয়ামী লীগ। তাই দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হলে আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে এবং ভারতীয় প্ররোচনার ফাঁদ থেকে দূরে থাকতে হবে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যদি কেউ রাজনৈতিক ফায়দা নিতে চায়, তবে তা ফলপ্রসূ হবে না। বরং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, সেটির বাস্তবায়ন সময়মতো ও সুশৃঙ্খলভাবে হওয়াই সমাধান।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ