মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৌহিদ আফ্রিদি ও তার পিতা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১২:২৭:৫৮
মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৌহিদ আফ্রিদি ও তার পিতা
ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক পালাবদলের পর ইউটিউবার তৌহিদ আফ্রিদির কার্যক্রমে পড়েছে বড় রকমের পরিবর্তন। আগে সামাজিক মাধ্যমে সরব থাকলেও বর্তমানে তার উপস্থিতি কমে গেছে। এ সময় তার বিরুদ্ধে সরকারের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে, বিশেষ করে গত বছর 'জুলাই আন্দোলন' চলাকালে।

সেই সময় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও প্রচারের অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, টিকটকার ও ব্লগারদের অর্থ দিয়ে সরকারপক্ষে ভিডিও তৈরি করানো হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন আফ্রিদি। তার বাবার নাম নাসিরুদ্দিন সাথী, যিনি একজন প্রভাবশালী রাজনৈতিক সংযোগে একটি টিভি চ্যানেল দখলে নিয়েছেন বলেও অভিযোগ এসেছে।

এমন প্রেক্ষাপটে সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন—তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না। তিনি লিখেছেন, "গত বছর যখন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ, তখন আফ্রিদি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছিলেন। তার বাবাও আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে একটি টিভি চ্যানেল দখল করে নিয়েছেন।"

নির্ঝরের অভিযোগ, বর্তমান সরকারপ্রধান ড. ইউনুসের প্রশাসনকে প্রভাবিত করে তারা নিরাপদে রয়েছেন। তিনি আরও দাবি করেন, "তৌহিদ আফ্রিদি ও তার বাবা ৩-৪টি করে মামলার আসামি হয়েও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, জন্মদিন পালন করছেন। অথচ পুলিশ বলছে, তারা 'নিখোঁজ'।"

এই বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সাংবাদিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ