শাহবাগ অবরোধ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১১:৫১:১৭
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা জুলাই সনদের দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার এখনো এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য এটি কেবল একটি দাবি নয়, এটি তাদের ন্যায্য অধিকার—যা পেতে তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।

জুলাই যোদ্ধারা আরও জানান, বহুবার আশ্বাস দেওয়ার পরও বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় তাদের হতাশা বেড়েছে। তাই এবার তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি শাহবাগ মোড়েই অস্থায়ী মঞ্চ নির্মাণ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ