শিশু নির্যাতনের দায়ে চাটখিলে রিকশাচালককে কারাদণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৮:০৫:০২
শিশু নির্যাতনের দায়ে চাটখিলে রিকশাচালককে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে এক রিকশাচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার, ৩০ জুলাই ২০২৫, উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাইদ মিয়া (৩৮), মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার এলাকার বাসিন্দা, মৃত তজবির মিয়ার ছেলে। বর্তমানে তিনি তার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডলটা বড় বাড়িতে বসবাস করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সাইদ মিয়া মঙ্গলবার বেপারী বাড়ি সংলগ্ন রহমানিয়া এসডিটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরদিন একই স্থানে এবং একই কৌশলে আবারও শিশুটির ওপর অনভিপ্রেত আচরণ করার চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করে এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং উপস্থিত লোকজনের সাক্ষ্য ও অভিযুক্তের জবানবন্দির ভিত্তিতে ঘটনাটির সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও মিজানুর রহমান বলেন, “অভিযুক্ত সাইদ মিয়া নিজেই অপরাধের কথা স্বীকার করেছেন। তবে তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে এটি মানবিক বিবেচনায় নিয়ে বিনাশ্রম কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ