সিডিএ-ওয়াসা-কল্যাণ সমিতির সমঝোতায় কর্ণফুলী বাসিন্দাদের জন্য সুসংবাদ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৭:২২:৩৩
সিডিএ-ওয়াসা-কল্যাণ সমিতির সমঝোতায় কর্ণফুলী বাসিন্দাদের জন্য সুসংবাদ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী আবাসিক এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা এবং প্লট মালিক কল্যাণ সমিতির মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয় গত মঙ্গলবার (৩০ জুলাই) সিডিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম ওয়াসার ‘ভান্তারজুড়ি’ প্রকল্প থেকে কর্ণফুলী আবাসিক এলাকায় সরবরাহ করা হবে সুপেয় পানি। এই প্রকল্পের বাস্তবায়ন আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তির আওতায় পানি সরবরাহ কার্যক্রমে প্রয়োজনীয় অর্থ চট্টগ্রাম ওয়াসাকে “ডিপোজিট ওয়ার্ক” ভিত্তিতে পরিশোধ করা হবে। এ ব্যয় সিডিএ উন্নয়ন চার্জ হিসেবে সংশ্লিষ্ট প্লট বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে সংগ্রহ করবে।

চুক্তিপত্রে সিডিএর পক্ষে স্বাক্ষর করেন সচিব রবীন্দ্র চাকমা এবং প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াছ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম।

প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট কেএম সোলতান চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ