জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২১:২১:১৪
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ধরণের ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এনজিওপ্লাস্টি নয়, বরং জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান ডা. শফিক। এরপর থেকে তার শরীরের নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এই পরীক্ষার অংশ হিসেবে বুধবার এনজিওগ্রাম করানো হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া এ পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি বড় ধরণের ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা মনে করছেন, এনজিওপ্লাস্টি করলে ঝুঁকি থেকে যেতে পারে, তাই বাইপাস সার্জারিই জরুরি।

দলীয়ভাবে তাকে বিদেশে চিকিৎসার বিষয়েও আলোচনা হচ্ছিল, তবে ডা. শফিক তাতে রাজি হননি। তিনি জানান, দেশের চিকিৎসকদের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। সে কারণে বাইপাস সার্জারির জন্য দেশেই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াতের পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। দলের পক্ষ থেকে নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ