জুলাই শহীদ তালিকায় অনিয়ম, যাচাই করে বাতিলের নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৯:৫১:৪৬
জুলাই শহীদ তালিকায় অনিয়ম, যাচাই করে বাতিলের নির্দেশ
ছবি: সংগৃহীত

জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসংগতি, যাচাই করে বাতিলের উদ্যোগ: ফারুক-ই-আজম

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা নিয়ে কিছু অসংগতি ধরা পড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি জানান, আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও কিছু মৃত্যুকে ‘জুলাই শহীদ’ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অচিরেই বাতিল করা হবে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ‘মুগ্ধ জুলাই’ নামে ছোটদের একটি পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ উপলক্ষে পেনিনসুলা ডেভেলপমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফারুক-ই-আজম বলেন, “জানুয়ারির মাঝামাঝি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তালিকা পেয়েছি, যেটিকে জুলাই শহীদদের তালিকা হিসেবে গেজেট করা হয়েছে। একইভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা আহতদের তালিকা পেয়েছি এবং সেটিও গেজেট করা হয়েছে। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় দেখা গেছে, অনেকেই সে সময়ের আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না।”

তিনি আরও বলেন, “এই তালিকা যেন পরিপূর্ণ ও নির্ভুল হয়, সে লক্ষ্যে আমরা মাঠ প্রশাসনের সহায়তায় তালিকা যাচাই করছি। উদ্দেশ্য হলো, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকার মতো বিভ্রান্তি যেন না হয়। এখন পর্যন্ত ১৯৭১ সালের শহীদদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ হয়নি। ২০০৫ সালে মাত্র ৫৩৫ জন শহীদের একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। এখনো সেটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়।”

তিনি জানান, জুলাইয়ে আহতদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা এবং পুনর্বাসনের বিষয়েও সরকার কাজ করছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ