ক্লাস বাদ দিয়ে এনসিপির কর্মসূচিতে বাধ্যতামূলক অংশগ্রহণ: টাঙ্গাইলে ছাত্রদের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৭:১৮:৫৩
ক্লাস বাদ দিয়ে এনসিপির কর্মসূচিতে বাধ্যতামূলক অংশগ্রহণ: টাঙ্গাইলে ছাত্রদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক সমাবেশে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে ফেটে পড়ে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সেখানে ছাত্ররা “স্কুল রাজনীতির জায়গা নয়”, “আমরা পড়তে চাই, রাজনীতি নয়”—এই ধরনের স্লোগান দেয়।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী বলেন, মঙ্গলবার সকালে কিছু এনসিপি নেতা হঠাৎ শ্রেণিকক্ষে ঢুকে আমাদের ক্লাস থেকে জোরপূর্বক নিয়ে যান। বিষয়টি শিক্ষকরা বাধা দিলেও তর্ক-বিতর্ক হয়, পরে স্কুল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “আমাদের ভোটাধিকারই নেই, তাহলে আমাদের কেন রাজনৈতিক প্রোগ্রামে নিতে হবে?”

প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর থেকে জোর করে শিক্ষার্থীদের বের করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছি।”

আন্দোলনে অংশ নেওয়া আরেক প্রাক্তন শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢোকানো হলে আমরা রুখে দাঁড়াবো। যদি ক্ষমা না চাওয়া হয়, প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

এ বিষয়ে এনসিপি টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল জানান, দলীয়ভাবে কোনো নির্দেশনা ছিল না। যেটা হয়েছে, সেটি ভুল বোঝাবুঝির কারণে। তিনি বলেন, “ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। শিক্ষার্থীদের বলা হয়েছে, ভবিষ্যতে তাদের এনসিপির কোনো প্রোগ্রামে ডাকা হবে না। আমরা স্কুল কর্তৃপক্ষের কাছেও দুঃখপ্রকাশ করেছি।”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে টাঙ্গাইলে ‘জুলাই সমাবেশ’ উপলক্ষে শামছুল হক তোরণ থেকে একটি পদযাত্রা বের করে এনসিপি। পরে নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয় এবং প্রায় ৯০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ