ওবায়দুল কাদেরের নামে টেলিগ্রামে গ্রুপ চালিয়ে চাঁদা আদায়ের অভিযোগ!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৫:০২:২৭
ওবায়দুল কাদেরের নামে টেলিগ্রামে গ্রুপ চালিয়ে চাঁদা আদায়ের অভিযোগ!
ছবি: সংগৃহীত

ক্ষমতা হারানোর প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। এ সময়ে আওয়ামী লীগের কিছু পলাতক নেতার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, দলটির কিছু অংশ টেলিগ্রাম অ্যাপে চালিত গ্রুপগুলোকে ব্যবহার করছে অনলাইন চাঁদাবাজির নতুন মাধ্যম হিসেবে।

ভারতের নিউজ১৮-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “Sheikh Hasina’s Party Riddled with Telegram Extortion” শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রাম অ্যাপে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকটি গ্রুপে প্রতিদিন ২০-৩০ হাজার ব্যবহারকারী যুক্ত থাকেন। এসব গ্রুপে বিভিন্ন আর্থিক লেনদেন এবং কথিত ‘ভার্চুয়াল মিটিং’-এ অংশগ্রহণের সুযোগ অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এসব লেনদেনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নামে পরিচালিত একাধিক টেলিগ্রাম গ্রুপে নিয়মিত বার্তা এবং ভিডিও বক্তব্য দেওয়া হচ্ছে। তবে, এসব কার্যক্রম দলের কিছু অংশে প্রশ্নের জন্ম দিয়েছে—এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে, না কি ব্যক্তিগত প্রভাব ধরে রাখার চেষ্টা এবং অর্থ আহরণের কৌশল।

নিউজ১৮-এর সূত্র অনুসারে, কখনো কখনো শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির কথাও এসব গ্রুপে প্রচার করা হয়, যেখানে ‘ভবিষ্যতে কথা বলার সুযোগ’ বা ভার্চুয়াল বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।

দলের ভেতরের একজন নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, “এই কর্মকাণ্ডের ফলে সাধারণ নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই এটিকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কাজ বলে মনে করছেন।”

এই প্রতিবেদন ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে—ক্ষমতাসীন না হয়েও কীভাবে এমন লেনদেন সম্ভব হচ্ছে, এবং এটা কি দলের ভেতরে অর্থনৈতিক সংকট, না কি নতুন ধরনের অনৈতিক তৎপরতার ইঙ্গিত।

সূত্র:https://www.youtube.com/watch?v=qr4CDhiFJ1o&ab_channel=EkusheyTelevision-ETV

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ