শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সার আনন্দ মাটি করল রিয়াল!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ০৯:০৪:৩০
শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সার আনন্দ মাটি করল রিয়াল!

সত্য নিউজ:বার্সেলোনার সমর্থকরা হয়তো টিভির সামনে বসে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্যালেন্ডারে ৮ মে – দিনটি হতে পারত বার্সার শিরোপা ফেরার উৎসব। কিন্তু সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ যে শেষ নিশ্বাসেও লড়াই করতে জানে, তা আবারও প্রমাণ করলেন ইয়াকোবো রামোন। ২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারের ৯৫তম মিনিটের গর্জে ওঠা গোলে বার্সার ট্রফি উদযাপন পিছিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১১ মিনিটেই চুপসে যায় বার্নাবেউ। মায়োর্কার মার্টিন ভালিয়েন্ত ফাঁকা জায়গায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় ঠেলে দেন রিয়াল নেটের ভিতরে। অভিজ্ঞ থিবো কোর্তোয়া (যিনি এদিন লা লিগায় নিজের ২০০তম ম্যাচ খেলেন) ছিলেন পুরোপুরি অসহায়।

ভিনিসিয়াস, রদ্রিগো, কামাভিঙ্গা – একাধিক তারকা চোটে না থাকায় রিয়ালের রিজার্ভ বেঞ্চ ছিল বেশ দুর্বল। তবে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম বার্নাবেউয়ের স্পটলাইট নিজেদের করে নেন। একের পর এক আক্রমণেও লেও রোমান যেন পরিণত হন 'দ্য ওয়াল' এ!

৬৮ মিনিটে এল সেই মুহূর্ত এমবাপে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে নিচু শটে বল জালে পাঠান। মৌসুমে এটি ছিল তাঁর ৪০তম গোল! গ্যালারি তখন উত্তাল।

ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন ৯৫ মিনিটে ইয়াকোবো রামোন জ্বলে ওঠেন। বক্সের ভেতরে বল পেয়ে কোনো রকম দ্বিধা না করে দুর্দান্ত ভলিতে বল উড়িয়ে দেন রোমানের মাথার ওপর দিয়ে জালে! বার্নাবেউ তখন যেন মিনি ভূমিকম্পে কাঁপছে!

রিয়ালের এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে পিছিয়ে থাকলেও ব্যবধান এখন মাত্র চার পয়েন্ট। তবে সবকিছু এখন নির্ভর করছে বৃহস্পতিবারের ম্যাচে বার্সার পারফরম্যান্সের ওপর। এসপানিওলের বিপক্ষে বার্সা জয় পেলেই নিশ্চিত হবে তাদের লা লিগা শিরোপা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত