এক রাতেই বঙ্গোপসাগরে ৪ ভূমিকম্প!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৪:৪২:৪২
এক রাতেই বঙ্গোপসাগরে ৪ ভূমিকম্প!
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বঙ্গোপসাগরে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পগুলো অনুভূত হয়েছে আন্দামানের পোর্ট ব্লেয়ারের আশপাশে। প্রথমটি রাত পৌনে ১০টায় এবং সর্বশেষটি রাত সোয়া ১১টার দিকে রেকর্ড করা হয়। প্রতিটি কম্পনের মাত্রাই ছিল ৪ রিখটার স্কেলের বেশি।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে, সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল ৫ রিখটার স্কেল। বাকি কম্পনগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯ ও ৪.৬। এই স্বল্প সময়ের মধ্যে পরপর চারটি ভূমিকম্পের ঘটনায় ওই এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

এছাড়া বুধবার রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। USGS জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৯.৩ কিলোমিটার, যা ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি। এর উৎপত্তি ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

এই ভূমিকম্পেরফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত হেনেছে। এ প্রক্রিয়া এখনও চলছে।

একই সময়, কামচাটকা অঞ্চলের ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে অস্বাভাবিক সক্রিয়তা দেখা গেছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিটির আশপাশে ৩ কিলোমিটার উচ্চতার ছাই স্তর আকাশে ছড়িয়ে পড়ে। রাশিয়ার বিজ্ঞান একাডেমির আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরিটি বর্তমানে অগ্ন্যুৎপাতের সম্ভাব্য অবস্থায় রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ