সাবেক এমপির বাসায় চাঁদা চেয়ে ধরা, বাড়িতে মিলল কোটি টাকার প্রমাণ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৩:০৪:৫৪
সাবেক এমপির বাসায় চাঁদা চেয়ে ধরা, বাড়িতে মিলল কোটি টাকার প্রমাণ

রাজধানীর অভিজাত গুলশান এলাকায় সাবেক মহিলা সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের আলামত উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রিয়াদের বাসায় অভিযান চালিয়ে পুলিশ চারটি পৃথক চেক উদ্ধার করে যার মোট মূল্য দুই কোটি ২৫ লাখ টাকা। একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথিপত্র, যা তদন্তে আরও গভীর আর্থিক সংযোগ ও চাঁদাবাজি চক্রের অস্তিত্বের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, রোববার (২৭ জুলাই) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রিয়াদসহ পাঁচজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে, যখন পাঁচ যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় দিয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। সেসময় শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছ থেকে তারা চাঁদার বিষয়ে চাপ দেয়। একপর্যায়ে ১০ লাখ টাকা আদায় করে নেয় এবং পরে স্বর্ণালঙ্কার নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসছে যে, এ ধরনের সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কাজ করছে কিনা, সেটিও এখন আলোচনার কেন্দ্রে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ