তারেক-খালেদা-ফখরুলকে ঘেরাওয়ের হুমকি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১০:৪২:২৩
তারেক-খালেদা-ফখরুলকে ঘেরাওয়ের হুমকি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উস্কানিমূলক হুমকি ও বিএনপির নীতি-আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৯ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

যদিও লুৎফর রহমান খোকা বর্তমানে বিএনপির জেলা, থানা বা ইউনিয়ন পর্যায়ের কোনো দায়িত্বশীল পদে নেই, তবে তিনি ফতুল্লা থানা বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি দলের ভেতর বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির মতো বেশ কিছু মন্তব্য করে নেতাদের নজরে আসেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।

বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়, চলতি মাসের ২৩ জুলাই ফতুল্লার ভূইঘরের সোনালী সংসদ মাঠে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য। ওই বক্তব্যে তিনি সরাসরি হুমকি দেন যে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন না দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করা হবে। এছাড়া তিনি বলেন, "প্রয়োজনে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আত্মাহুতি দেব।"

লুৎফর রহমান আরও বলেন, “এখানে কোনো জোট চলবে না, ধানের শীষ ছাড়া কিছু চলবে না। শাহ আলমই ফতুল্লার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাকে বাদ দিলে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তার এ বক্তব্যে জেলা ও কেন্দ্রীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি, ব্যক্তিনির্ভর রাজনীতিকে উৎসাহ দেওয়া এবং দলীয় ঐক্যকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এমন প্রকাশ্য হুমকি, দলীয় সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রচেষ্টা এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহী আচরণ দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন। তাই লুৎফর রহমান খোকাকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি এবং বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ