নতুন ইতিহাস রচনায় ডিএনসিসি: শহীদদের সম্মানে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১০:১৪:০৬
নতুন ইতিহাস রচনায় ডিএনসিসি: শহীদদের সম্মানে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো ছাত্র-জনতার স্মৃতিকে অমর করে রাখতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভায় এই উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভায় জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যেসব স্থানে আন্দোলনরত ছাত্র ও সাধারণ জনগণ গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, সেই স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ীভাবে মেমোরিয়াল চিহ্ন অর্থাৎ ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ইতিহাস সংরক্ষণ এবং নাগরিকদের মধ্যে ঐতিহাসিক চেতনা জাগিয়ে তোলাই ডিএনসিসির মূল লক্ষ্য।

এ ছাড়া, গণঅভ্যুত্থানে নিহতদের কবর সংরক্ষণের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানে অবস্থিত জুলাই শহীদদের মোট ১৩টি কবর বাঁধাই করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে নিহতদের স্মৃতি ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

সিটি করপোরেশনের সভায় শহরের পার্ক ব্যবস্থাপনাতেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম ছিল গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনরায় কার্যকর করা। উল্লেখ্য, এই চুক্তিটি পূর্বে ৫ম বোর্ড সভায় বাতিল করা হয়েছিল। তবে ক্লাবের পক্ষ থেকে নতুন করে আবেদন জানানো হলে ৮ম বোর্ড সভায় তা পুনর্বহাল করা হয়। ফলে এখন থেকে পার্কটি গুলশান ইয়ুথ ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এ ছাড়া, গুলশান এলাকার বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক এবং ডা. ফজলে রাব্বি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে গুলশান সোসাইটিকে। একই সঙ্গে বনানীর চেয়ারম্যানবাড়ি পার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বনানী স্পোর্টস এরিনাকে। এসব পার্ক ব্যবস্থাপনার চুক্তিও সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ