‘রেড জুলাই’ দিয়ে আজ শুরু হচ্ছে শোক ও সংগ্রামের স্মরণ: শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী কর্মসূচি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১০:০৩:৪৬
‘রেড জুলাই’ দিয়ে আজ শুরু হচ্ছে শোক ও সংগ্রামের স্মরণ: শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী কর্মসূচি
ছবিঃ বি এস এস

বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই আন্দোলনের স্মৃতিকে পুনর্জাগরিত করতে শুরু হচ্ছে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘রেড জুলাই’। আজ (৩০ জুলাই) সকাল ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির শুভ উদ্বোধন হবে।

এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো জুলাই মাসে সংঘটিত বীর শহীদ ও আন্দোলনের আহতদের প্রতি সম্মান জানানো এবং সেই ঐতিহাসিক প্রতিরোধ চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। এই কর্মসূচির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রথম দিনের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের শহীদ শাহরিয়ার খান আনাসের পিতা সাহরিয়া খান পলাশ এবং মাতা সানজিদা খান দীপ্তি। তাঁরা একটি বিশেষ প্রতীকী কর্মসূচির উদ্বোধন করবেন—একটি বিশ ফুট দৈর্ঘ্যের সাদা ক্যানভাসে শহীদ পরিবার ও আহতদের পরিবারের সদস্যরা হাতে রঙ লাগিয়ে তৈরি করবেন ‘লাল স্মৃতিচিহ্ন’। এই প্রতীকী লাল রঙ মূলত রক্তের আত্মত্যাগ ও প্রতিরোধের প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন ও অন্যান্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মসূচিটি সবার জন্য উন্মুক্ত এবং বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নিতে পারবেন।

এই 'রেড জুলাই' শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাবিধুর ও গৌরবময় অধ্যায়ের স্মারক হয়ে থাকবে। মাসব্যাপী বিভিন্ন নাটক, সেমিনার, প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হবে।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ