পুলিশ কারও নয়—না বিএনপির, না আওয়ামী লীগের, না এনসিপির। পুলিশ হতে হবে কেবল জনগণের - হাসনাত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২১:৩০:০৭
পুলিশ কারও নয়—না বিএনপির, না আওয়ামী লীগের, না এনসিপির। পুলিশ হতে হবে কেবল জনগণের - হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগণের পক্ষে কাজ করতে হবে। গাজীপুরের রাজবাড়ি মাঠে মঙ্গলবার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “পুলিশ বিভাগে এখনো বিভাজন রয়েছে। কোনো সমস্যা বা অপকর্ম ঘটলে তার দায় গিয়ে পড়ে নিচের স্তরের সদস্যদের ওপর—যেমন কনস্টেবল বা ওসি। অথচ অনেক সময় উচ্চপদস্থ কর্মকর্তারাই ক্ষমতার প্রভাব খাটিয়ে দায় এড়িয়ে যান।” তিনি মনে করেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, “পুলিশ কারও নয়—না বিএনপির, না আওয়ামী লীগের, না এনসিপির। পুলিশ হতে হবে কেবল জনগণের। তাদের নিরপেক্ষ থেকে সেবা প্রদান করাই উচিত।”

প্রতিরক্ষা খাত নিয়ে কথা বলতে গিয়ে হাসনাত বলেন, “বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। ভারতের কাছে যেমন এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, অথচ আমাদের কোনো ‘আয়রন ডোম’ নেই। যুদ্ধবিমান, সাবমেরিন ও আধুনিক অস্ত্র ছাড়া আত্মরক্ষা কঠিন। এনসিপি যদি ক্ষমতায় আসে, এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিকায়ন করা হবে।”

সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন হাসনাত। তিনি বলেন, “বর্তমান সরকারের সময় সেনাবাহিনীকে নির্মাণ কাজে ব্যস্ত রাখা হয়েছে। এটি মূল দায়িত্ব নয়। আমাদের সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি ও অস্ত্র দিয়ে প্রস্তুত করতে হবে, যাতে তারা দেশের প্রকৃত নিরাপত্তায় কাজ করতে পারে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ