নিজের ছেলেকে পিটিয়ে হত্যা! বরিশালে চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২১:২৫:৩২
নিজের ছেলেকে পিটিয়ে হত্যা! বরিশালে চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
ছবি: সংগৃহীত

বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধেবরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনার পর তারা নিজেরাই থানায় গিয়ে বিষয়টি জানান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান গাজী, বয়স আনুমানিক ১৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বাবা আবু জাফর গাজী একজন মাছ ব্যবসায়ী এবং মা নাজমা বেগম গৃহিণী।

বিকেল সাড়ে ৪টার দিকে হাসানের বাবা-মা থানায় এসে জানান, তাদের ছেলে প্রায়ই মাদকের টাকার জন্য তাদের মারধর করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় সে মারা যায়।

হাসানের দুলাভাই কাওসার হোসেন জানান, হাসানকে একসময় জোর করে একটি জাহাজে চাকরি দেওয়া হয়েছিল। সেখানে ছয় মাস কাজ করে বাড়ি ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে এবং আগের মতো আচরণ করতে শুরু করে।

মা নাজমা বেগম বলেন, "আমার স্বামী মাছ বিক্রি করে যা আয় করেন, তা থেকেই হাসান মাদক কিনত। মঙ্গলবার টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে মারা যায়। সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। পরে আমরা থানায় গিয়ে সব জানাই।"

বাবা আবু জাফর গাজী বলেন, “ছেলে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করত। সেদিন বাধা দিলে আমাকে মারতে আসে, তখন ধস্তাধস্তির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।”

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন আক্তার জানান, হাসানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তিনি আগেই মারা গিয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শরীরে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে হাসান মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ও মাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ