জুলাই সনদের খসড়া ‘স্বৈরাচারের প্রতি নমনীয়’ দাবি ইসলামী আন্দোলনের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২০:০৬:১৮
জুলাই সনদের খসড়া ‘স্বৈরাচারের প্রতি নমনীয়’ দাবি ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠক। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই সনদের খসড়া ‘পতিত স্বৈরাচারের প্রতি নমনীয় ও আইনি বাধ্যবাধকতা থেকে দূরে’ হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, খসড়ায় পতিত ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হয়নি, যা মেনে নেওয়া যায় না। এছাড়া খসড়া সনদে পতিত ফ্যাসিবাদের নির্মমতা ও নৃশংসতার যথাযথ বর্ণনা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা থাকা দরকার ছিল, কিন্তু খসড়া সনদে তা অনুপস্থিত। এতে এই সনদের তাৎপর্য অনেকটাই নষ্ট হয়েছে।’ মাওলানা ইউনুস আরও বলেন, ‘সনদে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষণের কোনো আইনি ব্যবস্থাও নেই, ফলে অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও উল্লেখ করা হয়নি, যা দোষারোপের সুযোগ বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বৈরতন্ত্রের যাঁতাকলে ছিল, যার জন্য ভারতের ভূমিকা বিশেষ দৃষ্টিগোচর হয়। কিন্তু জুলাই সনদে ভারত নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা নেই, যা রহস্যজনক।’ মাওলানা ইউনুস খসড়া সনদের দুর্বল দিক তুলে ধরে বলেন, ‘আইনি বাধ্যবাধকতা ছাড়া অপরিহার্য বিষয়গুলো বাদ পড়েছে এবং পতিত স্বৈরাচারের অপকর্ম সঠিকভাবে তুলে ধরা হয়নি।’

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য শীর্ষ নেতা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ