প্রেমের টানে চীন থেকে মাদারীপুরে, কলেজছাত্রী সুমাইয়াকে বিয়ে করলেন সিতিয়ান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৮:২১:৩১
প্রেমের টানে চীন থেকে মাদারীপুরে, কলেজছাত্রী সুমাইয়াকে বিয়ে করলেন সিতিয়ান
ছবি: সংগৃহীত

চীনের এক তরুণ তার প্রেমিকার টানে ছুটে এসেছেন বাংলাদেশে। শুধু এসেই থেমে থাকেননি—মাদারীপুরের কলেজছাত্রী সুমাইয়া আক্তারকে বিয়েও করেছেন তিনি। বর্তমানে নবদম্পতি সুমাইয়া ও সিতিয়ান মাদারীপুরে অবস্থান করছেন।

জানা গেছে, সুমাইয়া মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচরের বাসিন্দা। তিনি সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অপরদিকে, সিতিয়ান জিং চীনের সাংহাই শহরের বাসিন্দা। তার পরিবারও সেখানেই থাকে এবং সিতিয়ানের নিজস্ব একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে।

প্রেমের সূত্রপাত টিকটকে। সুমাইয়া প্রথম সিতিয়ানকে দেখেন এই ভিডিও প্ল্যাটফর্মেই। এরপর ইউটার্চ নামক একটি অনুবাদ অ্যাপ ব্যবহার করে তারা নিয়মিত যোগাযোগ শুরু করেন। ভাষা ভিন্ন হলেও অনুবাদ অ্যাপের মাধ্যমে তারা মনের কথা আদান-প্রদান করতেন। এভাবেই মাত্র চার মাসের মধ্যেই গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।

২৪ জুলাই সিতিয়ান চীন থেকে ঢাকায় আসেন এবং ২৬ জুলাই তিনি মাদারীপুরে পৌঁছান। এরপর ২৭ জুলাই পারিবারিক সম্মতিতে বিয়ে করেন সুমাইয়াকে। বিয়েতে কেবল পারিবারিক সম্মতিই নয়, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিও ছিল।

সুমাইয়া জানান, সিতিয়ানকে দেখে তার ভালো লাগে, এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, “ও বলেছিল প্লেনে উঠছে, আমি বিশ্বাস করিনি। কিন্তু যখন জানালো সে ভারতে পৌঁছেছে, তখন বুঝলাম সত্যি আসছে।” সিতিয়ানের পরিবারও মুসলিম, তারা বাংলাদেশে এসে বিয়ে করার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এখন সুমাইয়া পাসপোর্টের প্রস্তুতি নিচ্ছেন। এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করবেন সিতিয়ান, এর মধ্যেই কাগজপত্র প্রস্তুত করে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার।

সিতিয়ান বলেন, “বাংলাদেশ ভালো লেগেছে, তবে গরম অনেক বেশি। সবাই দেখতে আসে, একটু অস্বস্তি লাগে। তবে ভালোবাসার জন্য এসেছি, এখন বিয়ে করে আবার চীনে নিয়ে যাবো।”

সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি বলেন, “ও অনেক ভালো ছেলে, কোনো অহংকার নেই। আমাদের মেয়েকে ভালোবেসেই এসেছে এবং বিয়ে করেছে।”

স্থানীয় ইউপি সদস্য রুবেল হাওলাদার জানান, “প্রথমে কোর্টে বিয়ে হয়, এরপর সামাজিকভাবেও সবাইকে জানিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলেটি ব্যবসায়ী, এবং শুনেছি সে তার স্ত্রীকে চীনে নিয়ে যাবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ