সরকারের অধীনে নির্বাচন নয়, বলছেন জি এম কাদের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৬:৫৪:৩৮
সরকারের অধীনে নির্বাচন নয়, বলছেন জি এম কাদের
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) দাবি করেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাঁর ভাষায়, এমন প্রশ্ন এখন শুধু বিরোধী দল নয়, সরকার ঘনিষ্ঠ অনেকের মাঝেও দেখা যাচ্ছে।

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের বলেন, “সরকারের ঘনিষ্ঠরাই বলছেন, একটি সরকারে আরেকটা সরকার কাজ করছে। তারা বলছে, এই সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি অভিযোগ করেন, প্রশাসন, পুলিশ ও এমনকি সেনাবাহিনীর সহযোগিতায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, অথচ নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টিকে বাধার মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে কীভাবে বর্তমান সরকারকে নিরপেক্ষ বলা যায়—এ প্রশ্ন তোলেন জি এম কাদের।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে এখন বেকারত্ব বাড়ছে, বিদেশি বিনিয়োগ কমছে, তৈরি পোশাক খাতে সংকট চলছে—এই সংকটগুলো থেকে উত্তরণে একটি সর্বজনীন নির্বাচনের বিকল্প নেই। এজন্য সব দলের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, নির্বাচনে কোনো সরকারি দলের অংশগ্রহণ থাকা উচিত নয়।

জি এম কাদের অভিযোগ করেন, সরকারের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাঁকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। সম্প্রতি “জুলাই আন্দোলন”-এর পর জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং জামিনে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সরকারের বিরুদ্ধে কেউ ক্ষোভ প্রকাশ করলেই তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলা হচ্ছে। মাইলস্টোন স্কুল পরিদর্শনের সময় উপদেষ্টাদের জনরোষে পড়ার ঘটনাও সেখানে উল্লেখ করা হয়। এই ধরনের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে, জনগণের বিরূপ মনোভাব এখন সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

জি এম কাদের আরও দাবি করেন, সরকার জাতীয় পার্টিকে বিভক্ত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, “আমাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, এমনকি নির্বাচন করার সুযোগ দেবে কি না, তা নিয়েও সরকার চিন্তা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না গেলেও আমাকে বাদ দিয়ে এক ধরনের বিকল্প জাতীয় পার্টি তৈরির চেষ্টা চলছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ