মাওলানা ভাসানীকে 'জাতির পিতা' বললেন নাহিদ ইসলাম!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৬:২৮:১৩
মাওলানা ভাসানীকে 'জাতির পিতা' বললেন নাহিদ ইসলাম!
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাওলানা ভাসানী কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেরণা এবং গণমানুষের নেতা। বাংলাদেশের ইতিহাসে তাকে অন্যতম জাতির পিতা হিসেবে বিবেচনা করা উচিত।

২৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি। তিনি ১৯৭১ সালের অনেক আগেই পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। কাগমারী সম্মেলনের মাধ্যমে তিনি পাকিস্তানের বিদায় ঘোষণা করেছিলেন, যা স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল।”

তিনি বলেন, “স্বাধীনতার পর ভাসানী বলেছিলেন—‘আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির গোলামী করতে নয়।’ এই বক্তব্য এখনো প্রাসঙ্গিক। ব্রিটিশ ঔপনিবেশিকতা, পাকিস্তানি শাসন এবং পরবর্তীতে ভারতীয় প্রভাব—সবকিছুর বিরুদ্ধেই ভাসানী ছিলেন আপসহীন।”

মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনার প্রসঙ্গে তিনি বলেন, “ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল আসামে। সেখানে তিনি বাঙালি মুসলমান কৃষকদের জমির অধিকার আদায়ে লড়াই করেছিলেন। আজও আসামে সেই আন্দোলনের প্রেক্ষাপট বজায় রয়েছে—বাঙালিদের এখনো দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো扱া করা হচ্ছে।”

আওয়ামী লীগের ইতিহাস প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “ভাসানীরা না থাকলে শেখ মুজিব গড়ে উঠতে পারতেন না। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন মাওলানা ভাসানী। কিন্তু ইতিহাসে তাকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। গত ৫৪ বছর ধরে একক একজন নেতাকেই জাতির পিতা হিসেবে তুলে ধরা হয়েছে।”

তিনি আরও বলেন, “ভাসানী ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন। নদীর পানির অধিকার আদায়ের লড়াইয়ে তার ভূমিকা এখনো আমাদের জন্য শিক্ষণীয়।”

জাতীয় নাগরিক পার্টির দর্শন নিয়ে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে চাই। তিনি কেবল রাজনীতিক ছিলেন না, সমাজ, প্রকৃতি ও মানুষের জীবন নিয়ে ভাবতেন—তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক।”

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “বাংলাদেশের জাতির পিতা একজন নন, একাধিক ব্যক্তি। তাদের অন্যতম হলেন মাওলানা ভাসানী।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ